দূতাবাস কর্মীদের সরিয়ে নিতে লোহিত সাগরে মার্কিন রণতরী

লোহিত সাগরে দুইটি রণতরী প্রস্তুত
রেখেছে মার্কিন সেনাবাহিনী।
ইয়েমেনে অবস্থিত মার্কিন দূতাবাস
থেকে নিজ কর্মীদের সরিয়ে নেয়ার প্রয়োজন
হলে এসব রণতরী ব্যবহার করবে ওয়াশিংটন।
গোলযোগপূর্ণ ইয়েমেন থেকে মার্কিন
দূতাবাস কর্মীদের সরিয়ে নিতে ইউএসএস
ইয়ো জিমা এবং ইউএসএস ফোর্ট
ম্যাকহেনরি লোহিত
সাগরে নিয়ে যাওয়া হয়েছে। তবে কর্মীদের
সরিয়ে নেয়ার
ব্যাপারে এখনো নির্দেশনা দেয়া হয় নি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন
মুখপাত্র জানিয়েছেন,
কর্মকর্তারা ইয়েমেনের
পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন
এবং সেখানে বিরাজমান সার্বিক অবস্থার
ভিত্তিতে দূতাবাসের নিরাপত্তার
ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। ইয়েমেনের
গত কয়েক দিনের পরিস্থিতিতে গভীর উদ্বেগ
প্রকাশ করে ওই মুখপাত্র বলেন,দূতাবাস
কর্মীদের সংখ্যা সীমিত
করা হয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে
হুথি যোদ্ধারা প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর
হাদির চিফ অব স্টাফ আহমেদ আওয়াদ বিন
মুবারককে দেশটির দক্ষিণাঞ্চলীয়
হাদা জেলার
একটি নিরাপত্তা চৌকি থেকে গ্রেফতার
করার পরই আনসারুল্লাহ বাহিনী ও
সরকারি সেনাদের মধ্যে সংঘর্ষ ও
উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এদিকে, গতকাল
মঙ্গলবার আনসারুল্লাহ
যোদ্ধারা রাজধানী সানায় অবস্থিত
প্রেসিডেন্ট প্রাসাদের পূর্ণ নিয়ন্ত্রণ
নিয়েছেন।-আইআরআইবি।

Comments