লজ্জার ড্র ম্যানচেস্টারের

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিয়েছে দেশটির ফুটবলের চতুর্থ সারির দল ক্যামব্রিজ ইউনাইটেড। এফএ কাপের চতুর্থ রাউন্ডে গোলশূন্য ড্রয়ের এই লজ্জায় ডুবেছে লুইস ফন গালের দল।
গত মৌসুমেই ইংল্যান্ডের পেশাদার ফুটবলের প্রথম ধাপে পা রাখা ক্যামব্রিজ নিজেদের মাঠে ইউনাইটেডকে রুখে দিতে পারে মূলত রক্ষণভাগের কৃতিত্বে। শুক্রবার অ্যাবি স্টেডিয়ামে ম্যাচের সেরা সুযোগটিও পায় ক্যামব্রিজ ইউনাইটেড।
এর আগে গত অগাস্ট মাসে লিগ কাপে তৃতীয় সারির দল এমকে ডনসের কাছে ৪-০ গোলে হারের লজ্জা পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এফএ কাপের পরের রাউন্ডে যেতে হলে নিজেদের মাঠে ফিরতি ম্যাচে ভালো করতে হবে ইউনাইটেডকে।

Comments