৭০ বছর বয়েসে যমজ সন্তানের জন্ম
দিয়ে খবরে এসেছিলেন উত্তর প্রদেশের এক
মহিলা। দেখতে দেখতে ৬টা বছর
পেরিয়ে গেল । এখন কেমন আছেন সেই যমজ
সন্তানের বৃদ্ধা মা?
মা ওমকারি সিং বলছেন, এখন কীভাবে সময়
কেটে যায় বুঝতেই পারি না । আর পাঁচজন
মায়ের মত ছেলেকে নিয়ে বড় স্বপ্ন দেখেন
ওমকারি । তবে কী এখনও ছেলে খুব ছোট । বয়স
মাত্র ৬ । ছেলের নাম আকাশবানি । যদিও
মেয়েটি চার বছর বয়সে ২০১২
সালে মারা গিয়েছে ।
বয়স দেখতে দেখতে ৭৬ হয়ে গেল
মা ওমকারির । তাঁর স্বামী চরণ সিংয়ের
বয়স এখন ৮৯ । স্বপ্ন দেখেন মৃত্যুর আগে ছেলের
বিয়ে দেবেন, আর সেই বিয়ের অনুষ্ঠানে নতুন
শাড়ি পরে নাচবেন । তবে তার
আগে ছেলে বড় চাকরি করুক সেটা চান ।
সঙ্গে জানান, ৭০ বছর বয়সে মা হওয়ায়
সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে ।
তবে সমালোচনার পরও কিছু
মহিলা তাকে সেসময় সহযোগিতার হাত
বাড়িয়ে দিয়েছিলেন ।
তার ইচ্ছা মরার আগেই যেন তিনি তার এ
সন্তানের বিয়ে হতে দেখতে পারেন । উত্তর
প্রদেশের ওই
মহিলা সবচেয়ে বেশি বয়সে মা হওয়ার
রেকর্ড গড়েছিলেন । তিনি ৭০ বছর বয়সে যমজ
সন্তানের মা হয়ে ছিলেন । এ দুই সন্তানের
চেয়ে বয়সে বড় তার দুই মেয়ে ও পাঁচ নাতি-
নাতনি আছে ।
২০০৮ সালে ভারতের উত্তর প্রদেশে যমজ
সন্তানের জন্ম দিয়ে তিনি আলোচনায়
এসেছিলেন । তার জন্ম দেওয়া যমজ সন্তানের
মধ্যে ছিল এক মেয়ে ও এক ছেলে । যদিও
মেয়েটি চার বছর বয়সে ২০১২
সালে মারা গেছে ।
তার ছেলের বয়স এখন ছয় বছর । ৭৬ বছর
বয়সে ওই মহিলা আর তার স্বামী এখন ব্যস্ত
সময় কাটান সন্তানের দেখাশোনা করে ।
Comments
Post a Comment