বর্তমানে মানুষের
হাতে হাতে এন্ড্রয়েড স্মার্টফোন।
ছেলে বুড়ো সবাই এখন এন্ড্রয়েড ফোন
ব্যবহার করেন। আর তাই এখন
ফটোগ্রাফির নেশাটাও
ছড়িয়ে গেছে ছেলেবুড়ো সকলের কাছে।
বর্তমানের স্মার্টফোন গুলোতে বেশ
ভালোমানের ক্যামেরা থাকে,
যা দিয়ে বেশ দারুন
ফটোগ্রাফি করা যায়। আর সেই
সুযোগটা কাজে লাগিয়েই সবাই মনের
ইচ্ছে মত ফটোগ্রাফি করে তার চমৎকার
প্রিয় এন্ড্রয়েড স্মার্টফোনটি দিয়ে।
এখন আপনার
স্মার্টফোনে তোলা ফটো গুলোকে স্মার্
কিছু অ্যাপ দিয়ে দারুন ভাবে এডিট
করতে পারবেন। পারবেন চমৎকার সব
ইফেক্ট এ ভাসিয়ে দিতে, আরো পারবেন
ফ্রেম এ আবদ্ধ করতে! আমি আপনার জন্য
এনেছি সেরা ১০ টি এন্ড্রয়েড
ফটো এডিটরের লিস্ট। এই লিস্ট এ
রয়েছে জনপ্রিয় Instagram
আরো রয়েছে সল্প জনপ্রিয় Photofunia ও।
প্রতিটি অ্যাপ এ রয়েছে ভিন্ন ভিন্ন
আলাদা ইফেক্ট। আর এসব ইফেক্ট আপনার
ফটোগ্রাফিকে ভিন্ন
মাত্রা এনে দেবে।
Instagram
প্রায় ১৫০ মিলিয়নের বেশি মানুষ
ইন্সটাগ্রাম পছন্দ করেন। আপনার
প্রাত্যাহিক জীবনের বিভিন্ন
মুহুর্তে গুলোকে ক্যাপচার করে সবার
সাথে শেয়ার করার এটি একটি সহজ
উপায়। আপনার ছবিগুলোকে এর
সাথে থাকা কাস্টম ফিল্টার
দিয়ে দারুণ ভাবে কাস্টমাইজ
করতে পারবেন। আপনার কাজের
প্রতিটি মুহুর্তকে সৃতিতে রূপান্তরিত
করুন, আর শেয়ার করুন পরিবার ও বন্ধুদের
সাথে।
Photoshop Mobile
এটি ফটোশপের মোবাইল ভার্সন।
তবে এতে পিসির মত এতো সব ফিচার
নেই। তবে বেশ ভালো ফিচার আছে।
ছবি ক্রপ করা, রোটেট করা, কালার
এডযাস্ট ইত্যাদি করা যায় এতে।
এবং বন্ধু ও পরিবারের সাথে শেয়ার ও
করা যায়।
FX Camera
এই অ্যাপ এর সাহায্যে আপনি প্রায় ৩০
টি ইফেক্ট এ ছবি তুলতে পারবেন।
প্রতিটি ছবিই আপনার ভালো লাগবে!
আর এর সব কিছুই ফ্রীতে!
PicSay
আপনার মোবাইল এর
ছবি গুলো স্পাইসাপ করে নিন এই
এওয়ার্ড উইনিং অ্যাপ এর সাহায্যে।
এটি ১৩ মেগাপিক্সেল পর্যন্ত হাই
রেজুলেশন ইমেজ সাপোর্ট করে। শার্প
করা, রেড আই রিমুভ করা, টেক্সট এড
করা, টেক্সট বাবল এড করা, স্পটলাইট
দেয়া ইত্যাদি অনেক কিছুই করা যায় এই
অ্যাপ এর সাহায্যে!
Snapseed
Snapseed এমন একটি অ্যাপ
যা আপনি প্রতিদিন ব্যবহার
করতে চাইবেন! দারুণ সব ফটো ইফেক্ট
সবই আপনার হাতের মুঠোয়।
Photo Editor by Aviary
Aviary একটি শক্তিশালি ফটো এডিটর
যেটি দ্রুত ফটো এডিট করার জন্য
তৈরি হয়েছে। এতে বেশ কিছু
প্রয়োজনীয় টুল রয়েছে, যা আপনার বেশ
কাজে লাগবে।
Pixlr Express
Pixlr Express একটি দারুণ ফটো এডিটর। এর
সাহায্যে আপনি দ্রুত ফটো ক্রপ,
রিসাইজ, রোটেট করতে পারবেন।
এতে দারুণ সব ইফেক্ট রয়েছে।
আপনি আগে কখনো ফটো এডিট
না করলেও, এর সাহায্যে খুব দ্রুত আর
প্রোফেশনাল ফটো এডিট
করতে পারবেন।
Cymera
পোরট্রেইট ছবির জন্য
সেরা ক্যামেরা অ্যাপ হচ্ছে Cymera.
এতে সব
রয়েছে যা আপনি একটি ক্যামেরা এবং ফ
এ চান। এবং এটি ছবিকে এওয়ার্ড এর
উপযোগী করে তোলে!
এতে রয়েছে অনেক লেন্স ইফকেট,
ফটো ইফেক্ট, বিউটি ইফেক্ট
ইত্যাদি অনেক কিছু
After Focus
এই অ্যাপ এর
সাহায্যে আপনি ডিএসএলআর স্টাইলের
ব্লারড ব্যাকগ্রাউন্ড
তৈরি করতে পারবেন খুব সহজেই! শুধু
মাত্র ফোকাস এর জায়গা টি সিলেক্ট
করে। এছারাও বেশ কিছু ইফেক্ট ও
রয়েছে আপনার ছবিকে চমৎকার
করে তোলার জন্য!
PhotoFunia
আপনার ছবিকে বিল বোর্ড এ স্থাপন
করুন, টিভিতে, মেগাজিন এ,
নিউজপেপার এ, ওয়াল এ, মোনালিসায়
বা আরো অনেক কিছুইতেই! প্রায় ৩৫০
টির ও বেশি টেমপ্লেট এ আপনার
ছবি স্থাপন করতে পারবেন
এবং খেলা করতে পারবেন আপনার
ছবিকে নিয়ে!-সুত্র: ওয়েবসাইট।
Comments
Post a Comment