সানির জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব।সিনেমা থেকে শুরু করে ম্যাগাজিনের কভার পেজ সবা স্থানেই জায়গা দখল করে রেখেছেন এই নীলছবির নায়িকা। সম্প্রতি ম্যানডেটি ম্যাগাজিনের কভার গার্লের জন্য ফটোশুট করলেন সানি লিওন।
ম্যাগাজিনটির কভার পিক্সের জন্য কালো পোশাক,লাল লিপস্টিক,সোনালি মেকআপ ও খোলা চুলে মোহময়ী রূপে ফ্রেমবন্দি হয়েছেন এই পনস্টার।আর এই ছবিটি ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন ‘বেবিডল’। ক্যাপশনে লিখেছেন, “ম্যানডেটি ম্যাগাজিনের জন্য তোলা ছবি।আশা করছি আমার ফ্যানদের ভালো লাগবে”। তবে ছবিটি শেয়ার করার ১০ ঘন্টার মধ্যেই লাইক পড়েছে ২০লক্ষ ৯৮ হাজার।তবে এই ম্যাগাজিনের ছবি গ্যালারিতে শুধু লিওনি নন,জায়গা করে নিয়েছেন ড্যানিয়েলও।
সুতরাং বোঝাই যাচ্ছে সানির চাহিদা এখন তুঙ্গে।তাইতো বলিউডের প্রায় ছবিতেই মূল চরিত্রে না থাকলেও সানি থাকছেন ক্যামিও কিংবা আইটেম নম্বরে।আসলে সানির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বক্সঅফিস কালেকশান বাড়াতে মরিয়া পরিচালক থেকে প্রযোজক।ঠিক তেমনি ম্যাগাজিন গুলির কভার পেজে হয়ে উঠেছে সানির একচ্ছত্র অধিকার।
Comments
Post a Comment