প্রাপ্তবয়স্ক জাপানিদের যৌনতায় কোন আগ্রহ নেই, কিন্তু কেন?

জাপানিদের সন্তান জন্মদানের তুলনায় অন্য
বহু বিষয় নিয়েই আগ্রহী হতে দেখা যায়। আর
এতে তাদের জন্মহার ক্রমে কমে যাচ্ছে। এ
অবস্থায় সাম্প্রতিক এক সমীক্ষায়
দেখা গেছে, তাদের যৌনতার হারও অনেক
কমে গেছে। এক
প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টেলিগ্রাফ।
সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রায়
অর্ধেক ভাগ জাপানি প্রাপ্তবয়স্ক
ব্যক্তি যৌনতা করে না। আর এতে জাপানের
জন্মহার অনেক কমে গেছে।
ফলে জনসংখ্যা কমানোর বদলে এখন
জাপানি সরকার জন্মহার বাড়ানোর জন্যই
সচেষ্ট। তবে জরিপের এ ফলাফল জন্মহার
বাড়ানোর সরকারি প্রচেষ্টাকে নতুন
করে চিন্তা করতে বাধ্য করছে।
জাপানি ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশ
জরিপে দেখা যায়, ৪৯.৩ ভাগ
জাপানি সাধারণত যৌনতা করেন না।
তাদের গত মাসে একবারও যৌনতা করা হয়নি।
২০১২ সালে এ ধরনের আরেকটি জরিপ
করা হয়েছিল। সে সময়ের তুলনায়
যৌনতা না করার সংখ্যা এবার ৫ ভাগ
বেশি দেখা যায়।
কেন তারা যৌনতা করেন না, এ
প্রসঙ্গে ২১.৩ ভাগ জাপানি বিবাহিত পুরুষ
জানান, তারা কাজের চাপে কিংবা কাজের
ফলে সৃষ্ট ক্লান্তিতে যৌনতার কোনো অবসর
পান না। অন্যদিকে ১৫.৭ ভাগ পুরুষ জানান,
তাদের সন্তান হওয়ার পর থেকে তারা আর
যৌনতায় কোনো আগ্রহ পান না।
এছাড়া জাপানি তরুণদের মাঝেও যৌনতার
আগ্রহ অনেক কমে গেছে।
বিশেষ করে ২৫ থেকে ২৯ বছর
বয়সী জাপানি পুরুষদের ২০ শতাংশই জানান,
তারা যৌনতায় খুব সামান্যই আগ্রহ পান।
জাপানের জনসংখ্যা বর্তমানে ১২৬ দশমিক ৬
মিলিয়ন। এ জনসংখ্যা ধরে রাখার জন্য
প্রতি বছর যে পরিমাণ সন্তান জন্ম
নেওয়া দরকার, তা পূরণ হচ্ছে না।
ফলে বিশেষজ্ঞরা অনেকেই আশঙ্কা করছেন,
২১০০ সালে জাপানের জনসংখ্যা ২০১০ সালের
তুলনায় ৬১ ভাগ পর্যন্ত কমে যেতে পারে।

Comments