উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮.১ জন্য
বিনামূল্যে উইন্ডোজ ১০ দেবে মাইক্রোসফট৷
বুধবার মাইক্রোসফটের
তরফে একথা জানানো হয়েছে৷
মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে,
মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম
উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ৮.১
ব্যবহারকারীদের বিনামূল্যে তাদের
নয়া অপারেটিং সিস্টেম উইন্ডোজ১০
দেওয়া হবে৷
সংস্থার তরফে জানানো হয়েছে,
বাজারে উইন্ডোজ১০ অপারেটিং সিস্টেম
আশার সঙ্গে সঙ্গে নয়া অপারেটিং সিস্টেম
আপডেট করে নেওয়া যাবে৷ মাইক্রোসফটের
তরফে জানানো হয়েছে ১বছর
তারা বিনামূল্যের এই পরিষেবা উপভোগ
করতে পারবেন৷ ১ বছর পর থেকে উইন্ডোজ১০
ব্যবহারের জন্য চার্জ
দিতে হবে ব্যবহারকারীকে৷ প্রসঙ্গত,
চলতি বছরের দ্বিতীয় ভাগে মাইক্রোসফটের
নয়া অপারেটিং সিস্টেমটি বাজারে আসবে৷
Comments
Post a Comment