ফটোগ্রাফি কারো পেশা আবার
কারো কাছে নেশা। আবার কারো কাছে তা,
রহস্য বৈ আর কিছুই না। তবে ফটোগ্রাফির
প্রতি আগ্রহ থাকলে ওই আগ্রহই এক দিন
ভালবাসায় রুপ নিতে পারে। ফটোগ্রাফির
শুরুতে নতুন ফটোগ্রাফাররা যদি ভাল দিক
নির্দেশনা পায় তাহলে তাদের চলার পথ
হয়ে ওঠে আরও মসৃণ।
তাই নতুন ফটোগ্রাফারদের জন্য তাদের চলার
পথ মসৃণ করার জন্যে রইল কিছু টিপস,
যা আপনাকে আরও দক্ষ ফটোগ্রাফার
হয়ে উঠতে সাহায্য করবে।
১. এখনই দামি ক্যামেরা নয়
কমদামি পয়েন্ট এন্ড শুট ক্যামেরায় ও ভাল
ছবি তোলা সম্ভব। তেমন কিছু উদাহরণ দেখুন
ফ্লিকারে। যত বেশি ছবি তুলবেন
এবং ফটোগ্রাফী বুঝতে পারবেন, তত কোন
ক্যামেরা আপনার জন্য উপযুক্ত
এবং কি কি ইকুইপমেন্ট
কিনতে হবে তা সম্পর্কে ধারণা হবে।
২. সবসময় ক্যামেরা সাথে রাখুন
ভালো ছবি তোলার সুযোগ সাধারণত
অনাকাঙ্ক্ষিত সময়েই হয়। যদি আপনার
সাথে সবসময়
একটা ক্যামেরা অথবা কমপক্ষে আপনার
মোবাইলে ক্যামেরা থাকে তবে সেই
অনাকাঙ্ক্ষিত
সুযোগকে কাজে লাগাতে পারবেন। আর
নিয়মিত ছবি তুলতে থাকলে আপনার
ফটোগ্রাফির হাত হবে আরও দক্ষ।
৩. যেসব ছবি তুলতে চান তার লিস্ট করুন
সাথে নোটবুক এবং পেন্সিল রাখুন যেন যেসব
ছবি তুলতে চান তার একটি লিস্ট
রাখতে পারেন। ক্ষুদ্র কিন্তু জরুরী বিষয়
যেমন – লাইট, আবহাওয়া, অ্যাঙ্গেল
ইত্যাদি লিখে রাখুন। পরবর্তিতে যখন সময়
পান ছবিগুলো তুলে ফেলুন।
৪. আনন্দের সাথে শিখুন
ফটোগ্রাফির মত শখে সবচেয়ে গুরুত্বপূর্ন
বিষয় হল কখনোই জ্ঞান অর্জন ছেড়ে দেবেন
না। আপনার চারপাশেই অনুপ্রেরনার অনেক
কিছু আছে। নতুনভাবে সবকিছু দেখুন,
খুজে পাবেন এমন কিছু যা আগে কখনও
দেখেননি।পড়ুন, দেখুন, শুনুন
এবং শিখতে থাকুন।
৫. ফ্রি রিসোর্স ব্যবহার করুন
ইন্টারনেটে অসংখ্য ওয়েবসাইট
বিনামুল্যে ফটোগ্রাফির বিভিন্ন
টিউটোরিয়াল, টিপস, রিসোর্স দিয়ে যাচ্ছে।
এছাড়া Flickr, 500px, YourShot
ইত্যাদি ওয়েবসাইটে প্রচুর
ছবি দেখে শিখতে পারবেন। আর যদি পোষ্ট-
প্রসেসিং শিখতে চান
তাহলে ফ্রি সফটওয়্যার জিম্প ব্যবহার
করে দেখতে পারেন।
৬. আপনার ক্যামেরার বিভিন্ন
সেটিংয়ে এক্সপেরিমেন্ট করুন
আপনার ক্যমেরার ম্যানুয়াল পড়ে বিভিন্ন
সেটিংস সম্পর্কে জানুন। একই ছবি বিভিন্ন
ভাবে তুলুন এবং বুঝতে চেষ্টা করুন
কিভাবে কোন ছবির ভালো আউটপুট আসে।
দরকার হলে ছবি পিসিতে নিয়ে দেখুন
এবং ভুলগুলো বুঝে শোধরানোর চেষ্টা করুন।
৭. বেসিক রুলগুলো শিখুন
কম্পোজিশনের বেসিক রুলগুলো শিখুন
এবং সেভাবে ছবি তুলুন, অবশ্যই ভালো ফল
পাবেন। অভিজ্ঞ ফটোগ্রাফাররা তাদের
টেকনিক সম্পর্কে কি বলে জানুন। বেসিক
রুলগুলো আয়ত্বে আসলে তা ভাঙতে পারেন
আনায়াসেই, তবে অবশ্যই জেনে নিন
কি করতে চাছেন।
৮. নিয়মিত ছবি তুলুন
প্রতিদিনই কিছু না কিছুর ছবি তুলুন।
এতে যেমন নতুন নতুন জিনিস শিখতে পারবেন
তেমন পুরনো জ্ঞানগুলও চর্চায় থাকবে।
৯. নতুন কিছু চেষ্টা করতে ভয় পাবেন না
ভয় পাবেন না নতুন কিছুতে। যা ইচ্ছা হয় তাই
চেষ্টা করুন, পেয়ে যেতে পারেন আপনার
কাঙ্ক্ষিত কোন ছবি। আর
এভাবে শিখতে পারবেন অনেক কিছু।
১০. শেয়ার করুন
আপনার ছবিগুলো শেয়ার করুন এবং জানুন
অন্যের চোখে কেমন আপনার ছবি। এতে ভুল
ত্রুটি গুলো শোধরানোর সুযোগ পাবেন।
সুত্রঃ ওয়েবসাইট।
Comments
Post a Comment