বৃহস্পতিবার বহুচর্চিত আইপিএল স্পট
ফিক্সিং কাণ্ডের চূড়ান্ত রায় দান
করবে দেশের সর্বোচ্চ আদালত৷ এ দিন দুপুর
দু’টোর সময় মামলার শুনানি শুরু হবে সুপ্রিম
কোর্টে৷ এ দিনই নির্বাসিত বোর্ড
প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের ভবিষ্যৎ
নির্ধারিত হয়ে যাবে আদালতের চার
দেওয়ালের মধ্যে৷
বিচারক টি এস ঠাকুর ও এফ এম কালিফুল্লাহর
বেঞ্চ আইপিএল ঘোটালার যবনিকা পতন
করবেন৷ শেষ আঠারো মাস ধরেই ভারতীয়
ক্রিকেটের সবচেয়ে চর্চিত অধ্যায় ছিল
আইপিএল স্পট ফিক্সিং কাণ্ড৷ অবশেষে তার
চূড়ান্ত পরিণতি জানতে চলেছেন দেশের
মানুষ৷
শ্রীনির বিরোধী পক্ষের আইনজীবী আদিত্য
বর্মা জানিয়েছেন,‘ বৃহস্পতিবার ভারতীয়
ক্রিকেটের সুদিন হতে চলেছে৷
যারা ক্রিকেটকে এতদিন ধরে কলুষিত
করছে তাঁদের দিন শেষ হতে চলেছে৷ দেশের
সর্বোচ্চ আদালতের রায়ে ক্রিকেটের
পক্ষে ভালোই হবে৷ আমি ঈশ্বরের
আশীর্বাদ নিয়েই আদালতে প্রবেশ করব৷
আশা করি মহামান্য আদালতে ঈশ্বর আমার
সঙ্গেই থাকেবন৷’ সোমবারই মুম্বই পুলিশ
সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট
জমা দিয়েছে৷ সেখানে তাঁরা জানিয়েছে,
বিসিসিআই শীর্ষপদস্থ কর্তাদের
বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের কোনও প্রমাণই
পাননি তাঁরা৷ এখন দেখার বৃহস্পতিবার
শ্রীনি না আদিত্য কে ফাইনালে জেতেন৷
Comments
Post a Comment