ভূতের ভয়ে ঘর বদল পাক ক্রিকেটারের



আবার ভূতের উপদ্রব ! এবার ভূতের কবলে পড়লেন তরুণ পাক অল-রাউন্ডার হ্যারিস সোহেল । ভূতের আতঙ্কে হোটেলের ঘরও বদল করলেন এই পাক অল-রাউন্ডার ৷ এমন তথ্যই সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে ৷
কী তথ্য ? সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে রাতে প্রবল আতঙ্কে ঘুম থেকে জেগে ওঠেন সোহেল । ঘর ছেড়ে বেরিয়ে আসেন তিনি । তাঁর চিৎকার-চেঁচামেচিতে পাক দলের সবাই চলে আসেন । সোহেল বলতে থাকেন, তাঁর রুমে ঘুড়ে বেড়াচ্ছে অশরীরী-আত্মা । পাশাপাশি তাঁকে অন্য রুম দেওয়ার দাবি জানাতে থাকেন । শেষপর্যন্ত টিম ম্যানেজমেন্ট হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সোহেলের জন্য অন্য রুমের ব্যবস্থা করেন ।

Comments