ইউসি ব্রাউজারের সাথে গাটছাড়া বাঁধল ফেসবুক

ব্যবহারকারীদের কাছে ফেসবুকের
নোটিফিকেশন দ্রুত
পৌঁচ্ছে দিতে ইউসি ব্রাউজারের
সাথে গাটছড়া বাঁধল ফেসবুক৷ ফেসবুক
ওয়ালে করা প্রত্যেকটি পোস্টের নোটিফেকেশন
এবার থেকে আরও তাড়াতাড়ি পাবেন ফেসবুক
ব্যবহারকারীরা৷ ফেসবুক জানিয়েছে, নতুন
পদ্ধতিতে নোটিফিকেশনের জন্য আর অ্যাপ
বা ব্রাউজার অন করার প্রয়োজন হবে না৷ অ্যাপ
‘অন’ না থাকলেও ফেসবুক ওয়ালের
নোটিফিকেশন পৌঁচ্ছে যাবে আপনার
মোবাইলে৷
নতুন এই সুবিধা পেতে কোনও অ্যাপ ডাউনলোড
অথবা আপডেট করতে হবে না,
মোবাইলে ইউসি ব্রাউজার থাকলেই
আপনা আপনিই এই নোটিফিকেশন পাওয়া যাবে৷
প্রসঙ্গত, ফেসবুক
জনপ্রিয়তা বাড়াতে ইতিমধ্যে এয়ারটেলের
সঙ্গে হাত মিলিয়েছে৷ ফেসবুকের জন্য বিশেষ
ডেটা প্ল্যানও দিচ্ছে এয়ারটেল৷ এখন দেখার
ইউসি ব্রাউজারের সাথে হাত মিলিয়ে ফেসবুক
আরও কতটা জনপ্রিয় ও আধুনিক হতে পারে৷

Comments