সবাইকে অবাক করল বাফুফে

স্পোর্টস ডেস্ক :
বঙ্গবন্ধু গোল্ডকাপের উপ-কমিটিগুলোর বাজেট
পেশ করা হয়েছে।আর এখানে আন্তর্জাতিক টুর্নামেন্টের সামগ্রিক বাজেট যা দাঁড়িয়েছে তা চমকে দেবে সবাইকে। বাফুফে সভায় ১০টি উপ-কমিটি নিজেদের মতো করে বাজেট দিয়েছে। আর বাজেটে রয়েছে বেশ কিছু অবাক হওয়ার মত
তথ্য। যা সবাইকে অবাক করেছে ।
৬ কোটি টাকার বাজেট এক সভায়
বেড়ে হয়ে গেছে ১৫ কোটি! আর এতেই সালাম
মুর্শেদী বিস্মিত হয়ে পড়েন। সংগত
কারণে প্রশ্নও উঠে যায়
বাফুফে সভাপতি ঘোষিত ৬ কোটি টাকার
বাজেট।
তা হঠাৎ করে বেড়ে যাওয়া নিয়ে টুর্নামেন্ট
কমিটির কো-চেয়ারম্যানের জবাব,
'আগে সভাপতি তড়িঘড়ি করে এই টুর্নামেন্ট
আয়োজনের জন্য একটা বাজেট করেছিলেন।
যেটা না হলে নয়, এরকম খরচগুলো ধরেছিলেন।
তবে অনেক কিছু আগের বাজেটে ধরাই হয়নি।
এখন
মনে করছি ভালোভাবে করতে হলে আরো টাকার
দরকার। সাব কমিটি সেভাবেই তাদের বাজেট
দিয়েছে এবং পাস হয়েছে।' সাব কমিটির
বাজেটের মধ্যে সবচেয়ে বড় হলো রিসেপশন-
আবাসন কমিটিরই, তারা দিয়েছে ৪
কোটি টাকার বাজেট।
এ ছাড়া আগে নাকি টিভি প্রোডাকশন খরচ
ধরা হয়নি, এ জন্য বাইরে থেকে টিভি ক্রু
আনছে। তাতে আড়াই কোটি টাকা খরচ
হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়েছে।
এ ছাড়া সেরিমনিজ কমিটি ব্যয় করবে ৫০ লাখ
টাকা। ব্র্যান্ডিংয়েও বড় অঙ্ক খরচ হবে,
৬৪টি জেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ
উপলক্ষে র্যালি এবং প্রচারণা করা হবে।
বড় অঙ্কের প্রাইজমানিও থাকতে পারে।
বলা হয়েছে, দলগুলোকে সিলেটে আনা-
নেওয়ার জন্য চার্টার্ড বিমানের
ব্যবস্থা করবে তারা। এ জন্য নভো এয়ারের
সঙ্গে চুক্তি সম্পাদন
হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।
কিন্তু এই টুর্নামেন্টের স্বত্ব
কিনে নিয়েছে চ্যানেল নাইন ৬
কোটি টাকায়। সে ক্ষেত্রে ১৫ কোটি টাকার
জোগান হবে কী করে? বাফুফের সিনিয়র
সহসভাপতি সালাম মুর্শেদী বলেছেন,
'তারা ৬ কোটি টাকা দেবে।
বাকি টাকা আমরা জোগাড় করব।'
সে ক্ষেত্রে চ্যানেল নাইনের
সঙ্গে কোনো বিরোধ হওয়ারও
সম্ভাবনা থেকে যায়। সে রকম
আশঙ্কা উড়িয়ে দিয়েছেন সালাম,
'টুর্নামেন্ট
ভালো করে করতে গেলে আরো অর্থের দরকার।
আমরা ৯/১০ কোটি টাকা পেয়ে যাচ্ছি। এখন
সরকারি ও বেসরকারি খাত থেকেও বেশ
সাড়া পাচ্ছি। আশা করছি বাকি টাকাও
চলে আসবে।' আরব বাংলাদেশ ব্যাংক,
ন্যাশনাল ব্যাংক, হামীম
গ্রুপকে পাশে পেয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ।
আর এখন তাদের টার্গেট নতুন স্পন্সর। এ
লক্ষ্যে কাজ করে যাচ্ছে কর্মকর্তারা।

Comments