আন্তর্জাতিক ডেস্ক :
আগামী সপ্তাহে সস্ত্রীক ভারত সফরে আসছেন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।ভারতের এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হবেন
বারাক ওবামা।মিশেল ওবামাকে এ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ এক চমক উপহার দেবেন।
মার্কিন ফার্স্টলেডি মিশেল
ওবামাকে তিনি ১০০ বেনারসি শাড়ি উপহার
দেবেন। বুধবার ভারতীয়
গণমাধ্যমে বলা হয়েছে, মিশেল ওবামার জন্য
১০০ বেনারসি শাড়ি ও বেনারসি সিল্কের
ড্রেসের অর্ডার দেয়া হয়েছে।
নরেন্দ্র মোদির নিজ সংসদীয় আসন
বেনারসের এসব শাড়ি পৃথিবীখ্যাত।
দুনিয়াজোড়া এর সুনাম রয়েছে। ভারতীয়
সিল্ক মার্কিন ফার্স্ট লেডি মিশেলের
যে খুব প্রিয় সেটা কোনো গোপন বিষয় নয়। এর
আগে অনেক আন্তর্জাতিক ইভেন্টে (উৎসব-
অনুষ্ঠান) জ্যাকুয়ার্ড সিল্কের ড্রেস পরেছেন
তিনি। যার নকশা করেছেন আন্তর্জাতিক
খ্যাতিসম্পন্ন নকশা প্রণয়নকারীরা।
সম্প্রতি প্রধানমন্ত্রীর অফিস থেকে এক
বিজেপি নেতা ১০০ সর্বোৎকৃষ্ট
বেনারসি শাড়ির অর্ডার দিয়েছেন।
অর্ডারে বলা হয়েছে, এসব শাড়ির সিল্ক
হবে প্রাচীন, নকশা হবে অনন্য
এবং কোয়ালিটি হবে সবচেয়ে ভালো।
কারণ শাড়িগুলো বিশ্বের বর্তমান
সুপারপাওয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের
সহধর্মিণীকে উপহার দেয়া হবে। মিশেলের
জন্য এসব শাড়ি নির্বাচন ও প্যাকেজিংয়ের
দায়িত্ব দেয়া হয়েছে বেনারসের
শাড়ি ব্যবসায়ীদের সংগঠন দ্য
বেনারসি ভাস্ত্রা উদ্যোগ সংঘকে।
বস্ত্রমন্ত্রীও আলাদাভাবে সংগঠনটির
কাছে ওইসব শাড়ির জন্য অনুরোধ জানিয়েছে।
সূত্র : দ্য হিন্দুস্তান টাইমস
Comments
Post a Comment