মুখোশরা বন্দুকধারীরা প্যারিসের
‘শার্লি এবদু’ নামের একটি ম্যাগাজিনের
অফিসে ঢুকে নির্বিচারে গুলি চালিয়েছে।
এতে ১২ জন নিহত ও অন্তত ছয়
ব্যক্তি মারাত্বকভাবে আহত
হয়েছে বলে জানা গেছে। প্যারিসের পুলিশ
মুখপাত্র রোকো কনটেনটো বলেন, তিন
মুখোশধারী ব্যক্তি শর্টগান
এবং কালাশনিকোভ রাইফেল
দিয়ে পত্রিকা অফিসে হামলা চালায়।
তিনি আরো বলেন, বন্দুকধারীরা প্রত্যেকের
ওপর গুলি চালায় এবং এটা বর্বর হত্যাকাণ্ড।
হামলার সময় কিছু ব্যক্তি অফিসের
ছাদে আশ্রয় নেয়।
হামলাকারীরা ভেতরে হত্যাকাণ্ড
চালানোর পর বাইরে এসে পুলিশের
সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে কয়েক জন
হতাহত হয়েছে। একজন
প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলার সময় দুই
পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।পুলিশ
মুখপাত্র আরো বলেছেন, হামলার পর
বন্দুকধারীরা পালিয়ে গেছে।
হত্যাকাণ্ডের পর প্রেসিডেন্ট
ফ্রাঁসোয়া ওঁলাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, এটি হচ্ছে নজিরবিহীন
বর্বরোচিত হত্যাকাণ্ড। এরপর
তিনি মন্ত্রী পরিষদের জরুরি বৈঠক ডাকেন।
সবাইকে শান্ত থাকার এবং জাতীয় ঐক্যের
আহ্বান জানিয়ে ওঁলাদ বলেন,
প্যারিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
করা হয়েছে।
সাপ্তাহিক ওই ম্যাগাজিনটি সমসাময়িক
বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন বা কার্টুন
প্রকাশ করে দীর্ঘ দিন ধরে বিতর্কিত
হয়ে উঠেছে। এর আগে ২০১১ সালের
নভেম্বরে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-
কে নিয়ে ব্যাঙ্গাত্মক চিত্র প্রকাশ করার পর
ওই পত্রিকার অফিসে বোমা হামলার
ঘটনা ঘটে। তবে আজকের হামলার কারণ
সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়
নি। এছাড়া হামলার দায় এখনো কোন
ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি।
Comments
Post a Comment