খালেদার অফিসের মোবাইল নেটওয়ার্ক বন্ধ

শুক্রবার রাতে বেগম খালেদা জিয়ার বাসার বিদ্যুত লাইন কেটে দেয়া হয়।পরে গ্যাস লাইন
ও ডিস লাইন বন্ধ করে দেয়া হেয়। আর এবার
বিএনপি চেয়ারপারসনের অফিস ও সংলগ্ন
এলাকার মোবাইল-ফোন নেটওয়ার্ক বন্ধ
করে দেয়া হয়েছে। ফলে ওই অফিস ছাড়াও
নিকটবর্তী ২০০ মিটারের মধ্যে মোবাইলের
নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মোবাইল
অপারেটর কম্পানির একজন
কর্মকর্তা জানিয়েছেন, বিএনপি অফিসের
চারপাশের ৬০ ট্রান্সিভার বেস স্টেশনের
তরঙ্গ নিষ্ক্রিয় করা হয়েছে।
এর মধ্যে গ্রামীণফোনের ২০টি, ১৫টি রবির
এবং বাংলালিংক-এর ১৮টি বেস স্টেশন
রয়েছে। এদিকে গত ৩
জানুয়ারি থেকে নেটওয়ার্ক কিছুটা সীমিত
করা হয়েছিল বলেও জানা গেছে।
সূত্র মতে, গত ৩ জানুয়ারি নিয়ন্ত্রক
সংস্থা বিটআরসির জনৈক
নির্বাহীকে মৌখিক ওই জোনে নেটওয়ার্ক
সীমিত করার অনুরোধ জানানো হয়েছিল।
তবে এলাকাটি কুটনৈতিক জোন সংযুক্ত হওয়ায়
এখানকার হাজারের অধিক গ্রাহকের
দুর্ভোগের কথা বিবেচনায়
তারা বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন।
পরবর্তীতে মৌখিক অনুরোধের বদলে লিখিত
আদেশ দেওয়া হয়েছে।
আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত
ভয়েস ও ডাটা সেবা বন্ধ রাখার
কথা বলা হয়েছে।
উল্লেখ্য, বেগম জিয়া প্রায় ১ মাস ধরে তার
গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আছেন।
তার ছোট ছেলের মৃত্যুর শোকও
এখানে বসে কাটিয়েছেন বেগম জিয়া।
প্রথমে খালেদা জিয়া অবরুদ্ধ থাকলেও
পরে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন তিনি।
কিন্তু তিনি অফিস ছেড়ে বাসায়
না গিয়ে সেখানে বসেই আন্দোলন কর্মসূচির
ঘোষণা দেন।

Comments