তিনদিনের সফরে ভারত আসা মার্কিন প্রেসিডেন্ট
বারাক ওবামা ভারত
প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদিকে জাতিসংঘর
নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ
পেতে মার্কিন সমর্থনের আশ্বাস
দিয়েছেন।
হায়দারাবাদ হাউজে মধ্যাহ্নভোজ
শেষে এক প্রতিনিধিত্বমূলক দ্বিপাক্ষিক
বৈঠকে নরেন্দ্র মোদিকে এ আশ্বাস দেন
ওবামা।
উল্লেখ্য, এশিয়ার মহাদেশ
থেকে জাসিংঘের নিরাপত্তা পরিষদের
স্থায়ী সদস্যপদ পেতে সবচেয়ে বড়
দাবিদার তিন দেশ হল- জাপান
এবং ভারত।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
আমন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট বারাক
ওবামা ভারতের প্রজাতন্ত্র দিবসে যোগ
দিতে তিনদিনের সফরে এসেছেন
দেশটিতে। তিনিই প্রথম কোনো মার্কিন
প্রেসিডেন্ট, যিনি ভারতের প্রজাতন্ত্র
দিবসে উপস্থিত থাকবেন।
Comments
Post a Comment