সহকারী রেফারিকে বুট ছুঁড়ে মারা ৷তারপরও
হলুদ কার্ড দেখে রেহাই পেয়ে গেলেন
অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলার
আরদা তুরান ! শুনতে অবাক লাগলেও সত্যি!
৩-২ গোলে পিছিয়ে ১০ জন
নিয়ে দ্বিতীয়ার্ধে খেলা শুরু
করা অ্যাটলেটিকো ম্যাচে ফেরার
চেয়ে যেন ফাউলেই বেশি মনোযোগ
দিতে শুরু করে । একের পর এক ফাউল করে যায়
তারা । বুট ছোঁড়ার ঘটনাটি ঘটে ম্যাচের
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে । বার্সেলোনার
ড্যানি আলভেসের সঙ্গে বল দখলের লড়াইয়ের
সময় তুরানের পা থেকে বুট খুলে যায় । বল
হারিয়ে ফেলেন তুরান । তবে রেফারি ফাউল
দেননি । তারপর মেজাজ হারিয়ে ফেলেন
তুরান ৷ পা থেকে থেকে খুলে যাওয়া বুট
সহকারী রেফারির দিকে ছুড়ে মারেন
তিনি ৷ যদিও হলুদ কার্ডের
বেশি দেখানো হয়নি তুরানকে ৷
Comments
Post a Comment