একুশ শতকের এই সময়ে এখন সবই প্রযুক্তি নির্ভর। এখন মানুষ সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রযুক্তির সাথে জড়িত থাকে। এখন প্রতিনিয়ত প্রযুক্তি নির্ভর বিভিন্ন ডিভাইসে পরিবর্তন আনা হচ্ছে।
সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, পরবর্তী প্রজন্মের ‘স্মার্ট সু’তে নতুন একটি প্রক্রিয়া সংযোজন করা হচ্ছে। এ প্রক্রিয়ায় আপনি আপনার ‘স্মার্ট সু’ পায়ে দিয়ে হাঁটলেই তা চার্জ হবে। চার্জের জন্যে আর অতিরিক্ত সময় ব্যয় করতে হবে না।গবেষকরা আরও জানিয়েছেন, জুতার মধ্যে নতুন দু’টি ডিভাইস
সংযোজন করা হবে। এর মাধ্যমে আপনি হাঁটলে, দৌঁড়ালে তথা চলাফেরা করলে তাতে চার্জ হবে। এমন এক সময় আসবে ব্যবহারকারীদের ‘স্মার্ট সু’ আর চার্জে লাগাতে হবে না।
Comments
Post a Comment