এপ্রিলে বাজারে আসছে অ্যাপেল স্মার্টওয়াচ

বাজারে আসতে চলেছে অ্যাপেল
স্মার্টওয়াচ৷ চলতি বছরের এপ্রিল
মাসে বাজারে আসতে চলেছে নয়া এই
স্মার্টওয়াচ৷ সংস্থার পক্ষ থেকে সিইও টিম
কুক জানিয়েছেন, অ্যাপেলের নয়া এই
স্মার্টওয়াচের দাম হবে ৩৪৯ ডলার৷
দুটি ভিন্ন আকৃতির ডায়ালে মিলবে নয়া এই
স্মার্টওয়াচ৷এছাড়া অ্যাপেল ওয়াচ, অ্যাপেল
স্পোর্টস ওয়াচ এবং অ্যাপেল গোল্ড ওয়াচ সহ
তিনটি ভিন্ন মডেলেও মিলবে এই
স্মার্টওয়াচ৷ গত বছর ৯ সেপ্টেম্বর স্মার্টওয়াচ
তৈরির
কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে অ্যাপেল৷
এরপর চলতি মাসে স্মার্টওয়াচটির
বাজারে আসার কথা আনুষ্ঠানিক
ভাবে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে৷
নয়া এই অ্যাপেল ওয়াচের
স্ক্রিনটি স্যাফায়ার ক্রিস্টালে তৈরি৷
সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে,
ওয়াচটির ডিসপ্লেতে স্যাফায়ার ক্রিস্টাল
ব্যবহার করার ফলে সহজে দাগ পড়বে না৷
অ্যাপেলের নয়া এই স্মার্টওয়াচটি আইফোন ৫,
৫এস, ৫সি ও ৬ প্লাসের সঙ্গে কানেক্ট
করা যাবে বলে জানা গিয়েছে৷
তবে চলতি বছরে বিশ্বের অন্যান্য দেশের
পাশাপাশি ভারতের বাজারেও এই
স্মার্টওয়াচটি আসতে চলেছে কি না অ্যাপেল
পক্ষ থেকে তা এখনও জানানো হয়নি৷

Comments