অশ্লীল গানের কথার কারনে, হানির বিরুদ্ধে জিহাদ ঘোষণা এক ছাত্রীর

গানের কথা অশ্লীল৷ তাতে মেয়েদের
সম্পর্কে নানা নোংরা ইঙ্গিত থাকে৷ আর
তাই এবার হানি সিংয়ের বিরুদ্ধে জিহাদ
ঘোষণা করলেন এক কলেজ ছাত্রী৷
দিল্লির সেন্ট স্টিফেনস কলেজের ওই
ছাত্রী হানি সিংয়ের অনুষ্ঠান বয়কট করার
ডাক দিয়েছেন৷ দিল্লিতেই নির্ভয়ার
মর্মান্তিক পরিণতির ঘটে৷ সারা দেশ জুড়েই
ঘটে চলেছে ধর্ষণ-শ্লীলতা হানির ঘটনা৷
বিশেষত দিল্লির গণধর্ষণেপ প্রেক্ষিতেই,
হানি সিংয়ের অনুষ্ঠান বয়কট করার
আর্জি জানিয়েছেন তিনি৷ কারণ
হিসেবে তাঁর গানের লিরিকের অশ্লীল শব্দ
এবং মেয়েদের প্রতি খারাপ ইঙ্গিতের
কথা জানিয়েছেন তিনি৷
হানির গানের নকল করেই তিনি দেখিয়েছেন
গানের কথা কীরকম ভাবে মেয়েদের
প্রতি অশালীন ইঙ্গিত করে৷একই
ভাবে হানির গান থেকে শব্দ তুলে এনেই
তিনি তার প্রতিবাদ জানিয়েছেন ও
তা করেছেন হানির স্টাইলেই৷
এবং সবশেষে তাঁর আবেদন হানি সিং টেন
দিল্লিতে আপ অনুষ্ঠান না করেন৷ কলেজ
ছাত্রীর এই প্রতিবাদে শোরগোল
উঠেছে নানা মহলে৷ অনেকেই
হয়তো যা বলে উঠতে পারছিলেন না, তাইই
বলতে পেরেছেন বলে অনেকেই সাধুবাদ
জানাচ্ছেন তাঁকে৷

Comments