বেল-বেঞ্জেমাদের সঙ্গে একই টিমে সুয়ারেজ

গ্যারেথ বেল, করিম বেঞ্জেমা ও জেমস
রদরিগেজ একই টিমে খেলেন ৷ এবার তাঁদের
দলে বার্সেলোনার স্টার লুইস সুয়ারেজ ৷
ক্লাব বদলের হাওয়ায়
এমনটা ঘটলে নিসন্দেহে খবরের
শিরোনামে আসত ৷ কিন্তু
বাস্তবে এমনটা হয়নি ৷ আন্তর্জাতিক ফুটবলের
এই চার মহারথী অ্যাডিডাসের নতুন
বিজ্ঞাপনে একসঙ্গেই ক্যামেরার
সামনে হাজির হলেন ৷
বিজ্ঞাপনে বেলকে সুপার হিরোর অবতারেই
দেখা যাচ্ছে ৷ ‘হিরো‘ বেলের
পাশাপাশি মেয়েদের লেটেস্ট হার্টথ্রব ও
বিশ্বকাপে সোনার বুট পাওয়া রদরিগেজ
এখানে ‘গোল্ডেন বয় ৷’ বেঞ্জেমা আবার
পুরোপুরি হিপ হপ লুকে ৷ তাঁর চরিত্রের নাম
‘হিপ হপ ভিআইপি’ ৷ নতুন এই ক্যাম্পেনের
নাম দেওয়া হয়েছে ‘ ব্রিং অন দ্য হেটার্স’ ৷
সমালোচকদের কড়া জবাব দিয়ে নিজেদের
বারবার প্রমাণ করেছেন বেল-বেঞ্জেমা-
রদরিগেজ-সুয়ারেজ ৷ তাই অ্যাডিডাসের নতুন
চার স্পোর্টস বুটের ( অ্যাডিজিরো এফ
ফিফটি, প্রিডেটর, নাইট্রোচার্জ ও ইলেভেন
প্রো) বিজ্ঞাপনেও সমালোচকদের জবাব
দেওয়ার জন্য তাঁদের সমালোচনাকেই
আমন্ত্রন জানাচ্ছেন তাঁরা ৷ অ্যাডিডাস এই
মেজাজটাকেই ক্যাম্পেনের ইউএসপি করেছে ৷

Comments