এখনই মেসিকে ছাড়ছে না বার্সা

এখনই মেসিকে ছাড়ছে না বার্সা

গোটা বিশ্বে গুঞ্জন ৷ গোটা বিশ্বে আলোচনা ৷ তবে সেই গুজবে জল ঢেলে দিলেন বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া ৷ বার্সা সভাপতি সাফ জানিয়ে দিয়েছেন নিকট ভবিষ্যতে মেসিকে বিক্রির কোনোও সম্ভাবনা নেই । রেডিওতে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “এই মরশুমে, আগামী মরসুমে এবং তার পরের মরশুমে মেসি এখানে খেলা চালিয়ে যাবেন । মেসিকে বিক্রির কোনও পরিকল্পনা নেই আমাদের ৷’
বার্সেলোনার সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত চুক্তি আছে আর্জেন্টিনার তারকা মেসির । আর এখানে তিনি সুখেও আছেন বলে জানান বার্সা সভাপতি ৷তিনি বলেছেন, ‘লিওকে বিক্রি করার কোনও ইচ্ছা আমাদের নেই কারণ তাঁকে নিয়ে আমরা খুশি ।

Comments