গুগলের নতুন প্রতিদ্বন্দ্বী সাইনেট

গুগলের নতুন প্রতিদ্বন্দ্বী সাইনেট allbdnews


ফিনল্যান্ডের গবেষকদের দাবি, তাঁরা একমন এক নতুন সার্চ ইঞ্জিন তৈরি করে ফেলেছেন যা ব্যবহারকারীর প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে গুগলের চেয়েও দ্রুত কাজ করবে । হেলসিঙ্কি ইনস্টিটিউট ফর ইনফরমেশন টেকনোলজিতে(এইচ আই আই টি) বানানো হয়েছে এই সার্চ ইঞ্জিনটি । গবেষকদের দাবি, যারা কোনও বিষয় নিয়ে বিস্তারিত জানেন না, তাদের জন্য বিশেষ উপকারী নতুন সার্চ ইঞ্জিনটি ।
কীভাবে কাজ করবে সাইনেট?
আপনি যে বিষয় নিয়ে সার্চ করতে চান, তার যেটকু শব্দ আপনার মনে পড়ছে, সেটুকু দিলেই একগুচ্ছ সাজেশন দেখাবে সার্চ ইঞ্জিনটি । ফলে আপনার খোঁজার অভিজ্ঞতা আরও সহজ হবে । পাশাপাশি ওই বিষয় সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়েও সাজেশন দেখাবে সাইনেট । কোন তথ্য আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ তা বাছাই করতে জটিল লগ্যারিদমের সাহায্য দেবে সাইনেট ।

Comments