বিনা পয়সায় বিশ্ব ভ্রমন!

৩১ বছর বয়সী লুইস কোলকে হিংসা করছেন না এমন মানুষ এখন কমই আছে। কোল বছরব্যাপী বিশ্বের নানা স্থান ভ্রমণ করছেন। যখন যেখানে যাচ্ছেন তখন তিনি তার ভ্রমণকাহিনি অনলাইনে শেয়ার করছেন। আর সবচেয়ে মজার বিষয় হলো, তার এ ভ্রমণে তার
পকেট থেকে একটা পয়সাও খরচ হচ্ছে না।
ইংল্যান্ডের সারের অধিবাসী এ ব্যক্তি পর্যটক হিসেবে নিজের পরিচয় দেন না। তিনি নিজেকে একজন যাযাবর কিংবা বিশ্বের নাগরিক হিসেবেই পরিচয় দিতে পছন্দ করেন।
লুইস তার বিশ্বভ্রমণের অর্ধেক খরচ পেয়েছেন স্পন্সরের মাধ্যমে। বাকি অর্ধেক টাকা তিনি জোগাড় করছেন ইউটিউব চ্যানেল
থেকে আয়ের মাধ্যমে।ইউটিউবে লুইসের ১০ লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছেন। এছাড়াও
ইন্সটাগ্রামে আট লাখ ও টুইটারে সাড়ে পাঁচ লক্ষাধিক ভক্ত রয়েছে তার।
এ চ্যানেলগুলোতেই বিজ্ঞাপন দিয়ে ভ্রমণের অর্ধেক খরচ তুলে নিচ্ছেন তিনি।
সূত্র : হাফিংটন পোস্ট

Comments