পরীক্ষাতে ভালো করার জন্য
শিক্ষার্থীরা কতকিছুই না করে। ক্রিকেট
বিশ্বকাপও তেমনি এক পরীক্ষা। আর এই
পরীক্ষাতে ভালো করতে পাকিস্তানের
ক্রিকেটাররাও করে ফেললেন তেমনি এক
কান্ড। শোনা যাচ্ছে,
আফ্রিদিরা নাকি বিশ্বকাপে ভালো করার
জন্য পীরের পরামর্শে জার্সির নম্বর বদল
করছেন।
পাকিস্তানের সংবাদ সংস্থা এরকম খবর
প্রকাশ করেছে। খবরে বলা হয়,
পাকিস্তানি ক্রিকেটারদের
বিশ্বকাপে ভালো করার জন্য দেশের এক
পীরের পরামর্শে অনেক
পাকিস্তানি ক্রিকেটার নিজেদের এত
দিনের ওয়ান ডে জার্সির নম্বরে বদল
আনছেন। শুধু তাই নয়, স্বয়ং বোর্ডও
বিশ্বকাপকে সামনে রেখে তাঁদের
জার্সি নম্বরে পরিবর্তন
আনতে অনুমতি দিয়েছে।
তবে বোর্ড থেকে আফ্রিদি (১০), মিসবাহ
(২২) কিংবা ইউনিস খানদের (৭৫)
জার্সি নম্বর না পাল্টানোর পরামর্শ
দেওয়া হয়েছে।
Comments
Post a Comment