আজ বাংলাদেশ সময় দুপুর ৩ টায় ওয়ার্ল্ড
হকি লিগের কোয়ার্টার ফাইনালের খেলায়
ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয়
হকি দল । এ ম্যাচে জিতলে সেমিফাইনালের
আশা টিকে থাকবে কৃষ্ণদের । সিঙ্গাপুরের
সেংকাং হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু
হবে ।
গ্রুপ পর্বে জাপান ও পোল্যান্ডের
কাছে হারলেও, মেক্সিকোর
বিপক্ষে জিতেছে বাংলাদেশ ।
তবে বাংলাদেশ দলের প্রতিটি ম্যাচেই
রক্ষণ ভাগের দুর্বলতা ছিল স্পষ্ট । তাই এ
ম্যাচের আগে অনুশীলনে রক্ষণভাগের
দুর্বলতা দূর করতে বেশি মনোযোগ দিয়েছেন
কোচ ।
র্যাংঙ্কিয়ে বাংলাদেশের চেয়ে বেশ
এগিয়ে আছে ওমান ।
বাংলাদেশে যেখানে ৩৩ সেখানে ওমান
আছে ২২ তম স্থানে । তবে র্যাংঙ্কিং যাই
হোক না কেন এ ম্যাচে জয়
নিয়ে সেমিফাইনালের
আশা বাঁচিয়ে রাখতে চায় জিমিরা ।
পরিসংখ্যানেও বাংলাদেশের
চেয়ে এগিয়ে আছে ওমান । গেল বছর
সেপ্টেম্বরে এশিয়ান গেমসে সপ্তম স্থান
নির্ধারণী ম্যাচে ওমানের কাছে হেরে অষ্টম
হয়েছিল বাংলাদেশ ।
তবে সর্বশেষ গেল ডিসেম্বরে ঢাকায় জুনিয়র
এএইচএফ কাপ হকির গ্রুপ পর্বে ওমানকে ৭-০
গোলে ও ফাইনালে ৪-০ গোলে হারিয়েছিল
বাংলাদেশের যুবারা । সে দলের অনেক
খেলোয়াড়ই আছেন এবারের দলে । তাই জয়ের
আশা করতেই পারে লাল সবুজের দল ।
Comments
Post a Comment