বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার
গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গেলেই
আটক করা হচ্ছে।এ পর্যন্ত কার্যালয়ের ফটক
থেকে ১৩ নারী নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত
সাড়ে ৮টা পর্যন্ত তাদের আটক করার খবর
পাওয়া গেছে।সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিএনপিপন্থি ছয় নারী আইনজীবীকে খালেদার কার্যালয়ের ফটক থেকে আটক করা হয়।
তারা বিকেলে কার্যালয়ে প্রবেশ করে কিছু
সময় অতিবাহিত করেন। সন্ধ্যার পর বের
হতে চাইলে তাদের আটক করে নিয়ে যায়
নারী পুলিশ।
ছয়জনকে আটকের কিছুক্ষণ পর আটক করা হয়
আরো এক নারীকে।
এরপর রাত সাড়ে ৮টার দিকে আটক করা হয়
আরো ছয় নারীকে। তারা মহিলা দলের
নেতাকর্মী বলে দলীয় সূত্রে জানা গেছে।
আটককৃতদের মধ্যে দু’জনের নাম জানা গেছে।
এদের একজন হলেন এলিজা জামান
এবং অন্যজন তাহসিনা শরিফ
বলে জানা গেছে।
Comments
Post a Comment