সেলফি তোলাকে ‘লাম্পট্য’
বলে ঘোষণা করলন ইন্দোনেশিয়ার এক
প্রভাবশালী ধর্মীয় নেতা । ফেলিক্স সিয়াউ
নামে ওই ধর্মীয়
নেতা সেলফি তোলা থেকে দূরে থাকতে সকল
প্রতি, বিশেষত মহিলাদের প্রতি আহ্বান
জানিয়েছেন । সিয়াউ’র টুইটার
অ্যাকাউন্টে এই আদেশ ঘোষিত হয়৷বুধবার এই
খবর প্রকাশ্যে আসে । এই প্রেক্ষিতে সিয়াউ
বলেন, যারাই সেলফি তুলছেন তারাই ঔদ্ধত্য,
দম্ভ ও লোক দেখানো কর্মকাণ্ডের প্রকাশ
ঘটাচ্ছেন । এছাড়া, যেসমস্ত
মহিলারা সেলফি তোলে তারা ‘নির্লজ্জ’ ও
‘অপবিত্র’ বলেও উল্লেখ করেন তিনি ।
সিয়াউ টুইটার অ্যাকাউন্টটি ফলোয়ারের
সংখ্যা লাখ খানেকেরও বেশি৷আর
সেখানে তিনি আরও বলেন, আজকাল অনেক
মুসলিম মহিলারাও নির্লজ্জের
মতো সেলফি তুলছেন । এক চেহারা দিয়ে কত
রকমের ভঙ্গিতে ছবি তুলছে…হায় রে ঈশ্বর…
মহিলাদের পবিত্রতা কোথায়? অবশ্য,
সিয়াউয়ের এই ঘোষনা বিফলেই গেছে৷কারণ,
এই বিবৃতি প্রকাশের পরই পাল্টা জবাব
আসতে শুরু করেছে সিয়াউয়ের বিপক্ষে । তার
সেই ট্যুইটার পোস্টেই পাল্টা জবাবের
পাশাপাশি ইন্দো তরুণ-
তরুণীরা আলাদা করে ‘সেলফি ফর সিয়াউ’
হ্যাশট্যাগ দিয়ে সেলফি পোস্ট করছেন ।
এমনকি তার ওই পোস্টের জবাবে বেশ কিছু
ব্যঙ্গ সেলফিও ছড়িয়ে পড়েছে ট্যুইটার,
ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সামাজিক গণ-
মাধ্যমগুলিতে ।
Comments
Post a Comment