জার্সি নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশন ছাড়াই
আগামীকাল (শনিবার) দেশ ছাড়ছে জাতীয়
ক্রিকেট দলের সদস্যরা। কারণ
হিসেবে জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার
খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, দলের সব
সদস্য একসাথে না থাকায় ফটোসেশন
করা হয়নি। তবে, এদিন টাইগারদের
হাতে তুলে দেয়া হয় বিশ্বকাপের নতুন
জার্সি।
এদিকে, ইনজুরি থেকে ফেরা ওপেনার তামিম
ইকবাল শনিবার দলের
সাথে না গিয়ে রোববার সরাসরি তার
চিকিৎসকের
সাথে দেখা করতে অস্ট্রেলিয়ার
মেলবোর্নে যাচ্ছেন।
বিশ্বকাপের জন্য দেশের
মাটিতে টাইগারদের প্রস্তুতি ইতিমধ্যেই
শেষ হয়েছে। শেষ হয়েছে সকল
আনুষ্ঠানিকতাও। বাকি ছিলো টাইগারদের
মাঝে মাঠে খেলার জন্য বিভিন্ন উপকরণ
দেয়া। যার মধ্যে জার্সি অন্যতম।
অন্যান্য বিশ্বকাপের আগে জাঁকজমকপূর্ণ
অনুষ্ঠানের মাধ্যমে জার্সি গায়ে ফটোসেশন
করার রীতি থাকলেও এবার তা হয়ে উঠেনি।
শুধু মাত্র দলের ম্যানেজার নিজেই
মাশরাফি-রুবেলদের মাঝে বিলিয়ে দেন
যার যার জার্সিগুলো। নতুন
জার্সি পেয়ে টাইগাররা বিশ্বমঞ্চে ভালো খ
ম্যানেজারের।
ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ
সুজন বলেন, 'ভালো কিছু করার ইচ্ছা তাদের
মধ্যে কাজ করছে এটা হলো বড় কথা।
আমরা প্রথম সপ্তাহের ট্রেনিংটাকে অত্যন্ত
গুরুত্বের সঙ্গে নিচ্ছি।'
জার্সি নিয়ে কেন করা হলো না কোন
আনুষ্ঠানিক ফটোসেশন? এমন প্রশ্নে দলের
ম্যানেজারের যুক্তি, দেশে নেই টাইগার
দলের সব সদস্য।
তিনি আরো বলেন, 'যতটুকু ফটোসেশন দরকার
তা আমরা প্রধানমন্ত্রীর অফিসেই করেছি।
দলের সব সদস্য একসাথে না থাকায়
ফটোসেশন করা হয়নি। তবে অস্ট্রেলিয়ায়
গিয়ে হয়তো ফটোসেশন হতে পারে।'
এদিকে টাইগারদের আনুষ্ঠানিক অনুশীলন
শেষ হলেও শুক্রবার বোলিং মেশিনের
মাধ্যমে গ্রানাইট উইকেটে ব্যাটিং অনুশীলন
করেছেন হার্ড হিটার ব্যাটসম্যান তামিম
ইকবাল। যা সরাসরি তত্ত্বাবধায়ন করেছেন
টাইগার কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
শনিবার রাতে টাইগারদের ব্রিসবেনের
উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা থাকলেও
তামিম যাচ্ছেন রোববার মেলবোর্নে।
যেখানে তিনি তার চিকিৎসক ডেভিড
ইয়াংয়ের সাথে দেখা করে পরে যোগ দিবেন
দলের সাথে।
Comments
Post a Comment