যেমন আছেন ৬৩ বছরের জোড়ালাগা দুই ভাই

এক্সক্লুসিভ ডেস্ক :
দুনিয়ার সবচেয়ে দীর্ঘজীবী জোড়ালাগা জমজ দুই
ভাই। ৬৩ বছর পার করে ৬৪ বছরে পা রাখেন
মার্কিন নাগরিক রনি ও ডনি গ্যালিয়ন। এর
আগে থাই যমজ চ্যাং ও এঙ
বানকারকে ছাড়িয়ে যান রনি ও ডনি।
তবে সার্কাসে যেতে ভুল করেন না তারা।
১৮৭৪ সালে ৬২ বছর আট মাস ছয় দিন বয়সে নর্থ
ক্যারোলিনায় মারা যান চ্যাং ও এঙ। গত
অক্টোবরে রনি ও ডনি ইতালির যমজ
গিয়াকোমো ও
গিওভানি বাতিস্তাকে টপকে বিশ্বের
সবচেয়ে দীর্ঘজীবী জোড়ালাগা যমজের
রেকর্ড গড়েন।
ইতালির এই যমজ দুই ভাই ১৯৪০ সালে ৬৩ বছর
বয়সে মারা যান। তবে তাদের সঠিক জন্ম
তারিখ জানা যায়নি।
এদিকে রনি ও ডনি দু'জন হলেও তাদের কোমর
একসাথে লাগানো। তাদের দু'টি করে হাত,
দু'টি করে পা রয়েছে। হৃদপিণ্ড ও
পাকস্থলি আলাদা।
রনি ও ডনি জন্ম ১৯৫১ সালের
অক্টোবরে যুক্তরাষ্ট্রের ওহাইয়োতে। তাদের
আলাদা করতে চিকিৎসকরা দুই বছর
হাসপাতালে রেখেছিলেন। অস্ত্রোপচারের
পর উভয় শিশু বেঁচে যাবে, এমন
নিশ্চয়তা দিতে না পারায় শেষ পর্যন্ত
একসাথেই বাড়ি ফেরেন।
যমজ রনি ও ডনি মনে করেন, সেটা ছিল
সর্বোত্তম সিদ্ধান্ত। এ অবস্থায় তারা উত্তর
ও দক্ষিণ আমেরিকায় বিভিন্ন
সার্কাসে অংশ নিয়ে থাকেন।
সাধারণত প্রতি দুই লাখ শিশুর
মধ্যে একটি জোড়ালাগা শিশুর জন্ম
হতে পারে। তাদের বেঁচে থাকার হার ৫
থেকে ২৫ ভাগ বলে জানান চিকিসকরা।

Comments