সোমবার রাশিয়ার একজন সন্দেহভাজন গুপ্তচরকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই । ৩৯ বছর বয়সী গুপ্তচর ইভজেনি বুরিয়াকভকে গ্রেফতারের পর ম্যানহাটনের ফেডারেল আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় । ইভজেনির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে নিউইয়র্কে মস্কোর এসভিআর ফরেন ইন্টেলিজেন্স এজেন্সির হয়ে ২০১২ সাল থেকে রাশিয়ান একটি ব্যাংকে কাজ করছিলেন । এফবিআইয়ের তথ্যমতে, গুপ্তচর হিসেবে তাঁর কাজ ছিল সোর্স ঠিক করা এবং গোপন অর্থনৈতিক খবর সংগ্রহ করা । আদালতের একজন আইনজীবি জানান, বুরিয়াকভ রাশিয়ার অন্য দুই গুপ্তচর ইগর স্পরিশেভ (৪০) ও ভিকতর পদোবনিকে (২৭) সহায়তা করছিলেন ।
এফবিআইয়ের তথ্যমতে, ২০১২ সালের প্রথম থেকে তিনজনই তাদের নজরদারির আওতায় ছিলেন । ২০১৪ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে তাঁদের মধ্যে প্রায় এক ডজনের বেশি বৈঠক হয় ৷ আর এতেই গোয়েন্দাদের সন্দেহ আরও বেড়ে যায় । বৈঠক আহ্বান করা ও তথ্য আদান-প্রদানের জন্য এই তিনজন বিভিন্ন সংকেত ব্যবহার করতেন বলে সূত্র থেকে জানতে পেরেছে এফবিআই । উল্লেখ্য, আমেরিকায় বিদেশি গুপ্তচর হিসেবে কাজ করা অনৈতিক ও দণ্ডনীয় । চরবৃত্তির বিষয়টি প্রমাণিত হলে বার্খভের সর্বোচ্চ ১৫ বছরের জেল হতে পারে । অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বলেন, আমেরিকা গুপ্তচরদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চালিয়ে যাবে ।
Comments
Post a Comment