এবার অভিবন এক বুটজোড়া পড়ে মাঠে নামতে চলেছেন সদ্য ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷অ্যাটলেটিকো মাদ্রিদের
বিপক্ষে কোপা ডেল রে-এর শেষ ষোলোর
দ্বিতীয় লেগে বিশেষ একটি বুট
পরে খেলতে নামবেন সিআর-সেভেন ।
টানা দু’বার ফিফা বর্ষসেরা এই রিয়াল
তারকাকে বিশেষ বুট জোড়া উপহার
দিচ্ছে একটি নামী ক্রীড়া সরঞ্জাম
প্রস্তুতকারক সংস্থা ৷
২০১৪ সালের ফিফা-ব্যালন ডি’অর জয়ের
জন্যই ওই সংস্থাটি নতুন সিআর-সেভেন বুট
উপহার দিচ্ছে পর্তুগিজ কিংবদন্তিকে ।
রোনাল্ডোর নতুন বুটের বাইরের
দিকটা সোনা স্প্রে করা । স্পাইকেও
থাকবে সোনালী রং ।
স্যান্টিয়াগো বার্ন্যাবুতে নিজেদের
মাঠে অ্যাটলেটিকোর বিপক্ষে কোপা ডেল
রে-এর এই ম্যাচটি বৃহস্পতিবার
খেলবে রিয়াল মাদ্রিদ । প্রথম পর্বে ২-০
গোলে হেরেছিল তারা ।
Comments
Post a Comment