রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরই চ্যালেঞ্জ
নিতে প্রস্তুত আছেন বলে জানিয়ে দিলেন
ব্রাজিলের এই মিডফিল্ডার।
রবিবার ব্রাজিল থেকে স্পেনে পৌঁছান
সিলভা। সোমবার রাতে তাঁর
হাতে আনুষ্ঠানিকভাবে সকলের
সামনে রিয়ালের জার্সি তুলে দেওয়া হবে৷
তার
আগে সংবাদমাধ্যমকে সিলভা জানিয়ে দিলে
‘আমি খুব খুশি। জীবনের একটা স্বপ্ন
সত্যি পূরণ হলো।’
ব্রাজিলের অনূর্ধ্ব-২১ দলের
তারকা সিলভা এখন রিয়াল মাদ্রিদের
হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন
বলে জানান। সব মিলিয়ে ২১ বছর বয়সী এই
মিডফিল্ডার নতুন চ্যালেঞ্জ
নিয়ে রোমাঞ্চিত।
বললেন, ‘রিয়াল মাদ্রিদ বিশ্বের সবচেয়ে বড়
ক্লাব।
এখানে আসতে পেরে আমি সত্যি রোমাঞ্চিত।
আমি জানি, এমন
একটা ক্লাবে খেলতে যাচ্ছি যেখানে অনেক
প্রতিদ্বন্দ্বিতা আছে, যারা বিশ্বের অন্যতম
কঠিন একটি লিগ এবং চ্যাম্পিয়ন্স
লিগে খেলে। কিন্তু আমি এর সবকিছুর জন্য
তৈরি।’
ক্রুজেইরোর এই তরুণ ফুটবলারের জন্য ১
কোটি ৪০ লক্ষ ইউরো ট্রান্সফার
ফি দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা৷
ব্রাজিলের অনূর্ধ্ব-২১ দলের এই তারকার
সঙ্গে রিয়ালের চুক্তিটি ২০২০ সালের ৩০ জুন
পর্যন্ত।
Comments
Post a Comment