রাজ পরিবারের সদস্য হয়েও নিয়মিত লাথি খাচ্ছি-কেট

রাজ পরিবারের সদস্যকে সাধারণ মানুষ ছুঁয়ে দেখারও সাহস পায় না। অথচ ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডল্টন জানিয়েছেন, তিনি নিয়মিত লাথি খাচ্ছেন।
পশ্চিম লন্ডনের কেনসিংটনে একটি অবসর যাপন কেন্দ্র উদ্বোধন করার সময় তিনি আরো বলেন, এমনকি আমি যখন রাজকাজে ব্যস্ত
থাকি তখনো নিয়মিতভাবে আমি আমার পেটের সন্তানের লাথি খাচ্ছি।
১৭ বছর বয়সী মার্টিনা নামের একজন প্রতিবন্ধী কিশোরীর সাথে আলাপ করার সময় তিনি এসব কথা বলেছিলেন।মার্টিনা টেলিগ্রাফকে  দেয়া এক সাক্ষাতকারে এসব কথা জানান।
আশা করা হচ্ছে ইংল্যান্ডের রাজপরিবারের সদস্য এ ডাচেস আগামী মার্চ বা এপ্রিল মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন।

Comments