টানা তিনদিন কম্পিউটারে গেমস খেলে মৃত্যু!

তাইপেইয়ের বাসিন্দা, ৩২বছর বয়সি এক
ভদ্রলোক, টানা তিনদিন ইন্টারনেট
ক্যাফেতে বসে ভিডিও গেম খেলার
ফলে মারা গেলেন । ক্যাফেতে উপস্থিত অন্য
ব্যক্তিরা প্রথমে ভেবেছিলেন
শিহে হয়তো ঘুমোচ্ছে । কিন্তু কিছু পরেই
সেখানকার এক কর্মী বুঝতে পারেন, শিহে-র
নিশ্বাস পড়ছে না । সঙ্গে সঙ্গেই
তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
সেখানেই তাঁকে চিকিৎসকরা মৃত
বলে ঘোষণা করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকের
জন্য মৃত্যু হয়েছে শিহের ।ইন্টারনেট ক্যাফের
কর্মীরা জানিয়েছেন,
শিহে সেখানে প্রতিদিনই যেতেন । প্রায়ই
তিনি দীর্ঘসময় ধরে ভিডিও গেম খেলতেন ।
অবশেষে ক্লান্ত হয়ে গেলে, ঘুমিয়ে পড়তেন ।
সেইজন্য শিহেকে প্রথমে টেবিলে মাথা নিচু
করে থাকতে দেখে সেভাবে কেউ সন্দেহ
করেননি । অনেকেই ভেবেছিলেন,
তিনি ঘুমিয়ে পড়েছেন । এর আগে তাইপেই
শহরে ৩৮বছর বয়সি এক ভদ্রলোক
মারা গিয়েছিলেন ইন্টারনেট ক্যাফেতে,
টানা পাঁচ দিন ভিডিও গেম খেলার ফলে ।

Comments