এবার জুতো কেলেঙ্কারিতে জড়ালেন মেসি



ব্রাজিলিয়ান ড্যানি আলভেজ বার্সেলোনার রক্ষণের অন্যতম ভরসা৷ আলেভেজের সঙ্গে দলের সুপারস্টার লিওনেল মেসির মাঠে ও মাঠের বাইরে বোঝাপড়া দারুণ৷ আলেভেজের নতুন টেডি বিয়ার জুতোর ছবি নিজের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করে আলভেজকে মজার পাত্র বানালেন এলএম টেন৷
আলভেজ বরাবরই একটু অন্যরকম ভাবে সাজতে পছন্দ করেন৷ তাঁর জুতোর প্রতি দুর্বলতাও রয়েছে৷ মাঝেমধ্যেই নানারকমের জুতো কিনে ফেলেন এই ডিফেন্ডার৷ তাবলে টেডি বিয়ারের মুখ দেওয়া জুতোয় আলভেজকে পাওয়া যাবে বলে আশা করেননি তাঁর সতীর্থ মেসি৷ মেসি আলভেজের জুতোর ছবি পোস্ট করার সঙ্গে লিখেও দিয়েছেন যে, ‘ বলুন দেখি এই জুতো কার’৷ জুতোয় সোন-হিরে-স্ফটিক লাগিয়ে ফুটবলাররা তো মাঠে নেমেই থাকেন৷ কিন্তু টেডি বিয়ার জুতোয় রাস্তায় হাঁটার ঘটনা ফুটবলারদের ক্ষেত্রে বেশ অভাবনীয়৷

Comments