এখন থেকে সরাসরি ভিসা সেন্টারে ঢাকা ও
খুলনার ইন্ডিয়ান ভিসার আবেদন
জমা দেয়া যাবে। ভ্রমন ভিসা ছাড়া অন্য
যেকোন ধরনের ভিসার আবেদন
আগামী ১লা ফেব্রুয়ারি থেকে আবেদনকারি
প্রকার ‘এপয়েন্টমেন্ট ডেট’ ছাড়াই
জমা করতে পারবেন।
বৃহস্পতিবার ইন্ডিয়ান ভিসা সেন্টার
থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদন ফরম
ওয়েবসাইটে পূরণ করতে হবে। ইন্ডিয়ান
ভিসা অ্যাপলিকেশন সেন্টার (আইভিএসি)-
এর ঢাকার গুলশান, মতিঝিল,
ধানমন্ডি এবং খুলনার ভিসা আবেদন
কেন্দ্রে এই প্রক্রিয়ায় ভিসা আবেদন
জমা নেওয়া হবে। এছাড়া ভিসা আবেদনের
ক্ষেত্রে দালালদের ব্যাপারে সতর্ক থাকার
এবং এধরনের কর্মকাণ্ডের জন্য স্থানীয় পুলিশ
কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়
বিজ্ঞপ্তিতে।
Comments
Post a Comment