২০১৫ বিশ্বকাপের ফাইনালে অভিনব নিয়ম৷
বিশ্বকাপ ফাইনালের নির্ধারিত ৫০
ওভারে ম্যাচের নিষ্পত্তি না হলে,
চ্যাম্পিয়ন নির্ধারণ হবে সুপার ওভারের
মাধ্যমে ৷ বৃহস্পতিবার আইসিসির
বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে ৷ এই সুপার
ওভারের নিয়ম প্রথম চালু হয় টি-২০
বিশ্বকাপে ৷ এবার তা ৫০ ওভারের
বিশ্বকাপেও চালু করতে চলেছে আইসিসি ৷
তবে শুধুমাত্র ফাইনালের ক্ষেত্রেই এই নিয়ম
প্রযোজ্য ৷ এদিনের আইসিসির
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ২০১৬
সালে ভারতে আয়োজিত টি -২০ বিশ্বকাপ
হবে ১১ই মার্চ থেকে ৩রা এপ্রিল পর্যন্ত ৷
চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসন ও
সভাপতি মুস্তাফা কামালের নেতৃত্বে এদিন
আইসিসির বৈঠকে বিভিন্ন বিষয়
নিয়ে আলোচনা হয় । তবে, ফোকাস অবশ্যই
ছিল ফেব্রুয়ারি ১৪ থেকে শুরু
হতে চলা একাদশতম ক্রিকেট বিশ্বকাপ ।
স্লো ওভার রেট নিয়েও বিস্তর
চুলচেরা বিশ্লেষণ হয় বৈঠকে ।
অবশেষে স্থির হয়, অন্য সিরিজে স্লো ওভার
রেটের জন্য কোনও
অধিনায়কে জরিমানা করা হলে,
তা আইসিসি-র নিজস্ব কোনও সিরিজের
ক্ষেত্রে বলবত্ হবে না । অর্থাত্, এখন
অস্ট্রেলিয়ায় চলা ত্রিদেশীয়
সিরিজে স্লো ওভার রেটের জন্য ভারত
অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির
যদি শাস্তিস্বরূপ কয়েকটি ম্যাচ নির্বাসন
হয়, তাহলে বিশ্বকাপের ম্যাচে সেই
শাস্তি কার্যকর হবে না ।
পাশাপাশি, ক্রিকেটারদের সুরক্ষাও
বৈঠকের আলোচ্যসূচিতে ছিল ।
জানা গিয়েছে, ব্যাটসম্যানদের হেলমেটের
মডেলকে আরও কীভাবে উন্নত করা যায়, সেই
নিয়ে একটি গবেষণা চালায় আন্তর্জাতিক
ক্রিকেট সংস্থা । সেই রিপোর্ট বৈঠকে পেশ
করা হয় ।
Comments
Post a Comment