আইএস-এর নিশানায় এবার শিক্ষিত
মহিলারা৷ তাঁদের মৃত্যুদণ্ড বা নিষ্ঠুর-
অমানবিক শাস্তির বিধান
দিয়েছে সরিয়া আদালত৷ বিশেষত এই
তালিকায় রয়েছেন
নির্বাচনী লড়াইে সামিল
হওয়া বা প্রশাসনিক স্তরে কর্মরত মহিলারা৷
মঙ্গলবার এই
বিষয়ে সতর্কতা জারি করেছে রাষ্ট্রসংঘ৷
নিষ্ঠুরতার নয়া নজির গড়ে ২০১৫ সালের প্রথম
দুই সপ্তাহে তিনজন
মহিলা আইনজীবীকে ফাঁসি দেয় আইএস৷ গত
সপ্তাহে নির্বিচারে খুন করা হয় ১৪ জন
যুবককে৷ তাঁদের অপরাধ, ইসলামিক গোষ্ঠীর
আনুগত্য স্বীকার করতে চায়নি তাঁরা৷ আইএস-
এর বিধান উপেক্ষা করার অপরাধে নারী-
পুরুষ-শিশু নির্বিশেষে চূড়ান্ত শাস্তির
নির্দেশ দিয়েছে সরিয়া আদালত৷
Comments
Post a Comment