হিথ্রো নয়, সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর দুবাই ইন্টারন্যাশনাল

স্বাধীন:-  লন্ডনের হিথ্রো বিমানবন্দরকে টপকে সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরের মুকুট পড়লো দুবাই
ইন্টারন্যাশনাল বিমানবন্দর।
২০১৪ সালে পুরো বছরের যাত্রী পরিবহনের
হিসেবে হিথ্রোকে পেছনে ফেলেছে সংযুক্ত
আরব আমিরাতের এ আন্তর্জাতিক
বিমানবন্দরটি। গত বছর সব মিলিয়ে ৭
কোটি ৫ লাখ যাত্রী পরিবহনের
ব্যবস্থা করেছে দুবাই ইন্টারন্যাশনাল
বিমানবন্দর। আর এর মাধ্যমে সামান্য
ব্যবধানে হিথ্রোকে টপকালো এ
বিমানবন্দরটি। গত বছর সবমিলিয়ে ৬
কোটি ৮১ লাখ যাত্রী পরিবহন
করেছে হিথ্রো।
বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরের
তকমা পেয়ে যারপরনাই আনন্দিত এ
বিমানবন্দরের সংশ্লিষ্টরা। এক
বিবৃতিতে এ বিমানবন্দরের কর্তৃপক্ষ এ
বিষয়ে তাদের আনন্দ প্রকাশ করে জানায়,
এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।
আমরা সবাই খুবই আনন্দিত।
বছরে ৭ কোটিরও বেশি যাত্রী পরিবহন
করা এ বিমানবন্দরটির
যাত্রী ধারণক্ষমতা কিন্তু আরও বেশি।
বর্তমানে এ বিমানবন্দরটি এর
যাত্রী পরিবহনের ৯৮ শতাংশ পর্যন্ত
ব্যবহার করেছে।
এদিকে হিথ্রোর এক মুখপাত্র এ
বিষয়ে জানিয়েছে, ব্রিটেন দীর্ঘদিন
যাবৎ বিশ্বের সর্বোচ্চ যাত্রীপরিবহন
করা এবং ব্যস্ততম বিমানবন্দরের খেতাব
অর্জন করেছিল। কিন্তু এখন আমাদের
ধারণক্ষমতা আর বাড়ানো সম্ভব হচ্ছে না।
তাই দুবাইয়ের কাছে এ
মর্যাদা হারানো অবশ্যম্ভাবী ছিল।
এদিকে দুবাই এয়ারপোর্ট আরও জানিয়েছে,
প্রতি বছর এ বিমানবন্দর
দিয়ে যাত্রী পরিবহনের সংখ্যা গড়ে ৬
দশমিক ১ শতাংশ হারে বাড়ছে। দুবাই
এয়ারপোর্টের চেয়ারম্যান শেখ
আহমেদবিন সাইদ আল মাখতুম জানান,
বিশ্বের বিমানবন্দরগুলোর কেন্দ্র
হিসেবে আমরা দুবাইকে প্রতিষ্ঠিত
করতে চাই। এটাই আমাদের মূল লক্ষ্য।

Comments