বনানী কবরস্থানে কোকোর দাফন

বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর
রহমানের ছোট ছেলে আরাফাত রহমান
কোকোর মরদেহ বনানী সামরিক
কবরস্থানে অনুমতি না পাওয়ায় এখন দাফন
করা হবে বনানী কবরস্থানে।
খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শামসুদ্দীন
দিদার বেলা সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত
করেন।
সোমবার বিএনপির পক্ষ
থেকে জানানো হয়েছিল, কোকোকে বনানীর
সামরিক কবরস্থানে দাফন করা হবে। কিন্তু
মঙ্গলবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত
অনুমতি পাওয়া যায়নি বলে জানান কল্যাণ
পার্টির চেয়ারম্যান ও ২০ দলীয় জোট
নেতা সৈয়দ ইব্রাহীম বীর প্রতীক।
বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর
রহমানের ছোট ছেলে আরাফাত রহমান
কোকোর মরদেহ নিয়ে একটি বিশেষ ফ্লাইট
বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছে।
ঢাকায় পৌঁছার পর তার মরদেহ
নিয়ে যাওয়া হয়েছে গুলশানের রাজনৈতিক
কার্যালয়ে। বাদ আসর তার
নামাজে জানাজা হবে বায়তুল মোকাররম
জাতীয় মসজিদে।
শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার
দিকে মালয়েশিয়ায় মারা যান
বিএনপি চেয়ারপারসনের ছোট
ছেলে আরাফাত রহমান কোকো।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।
এর আগে রোববার বাদ জোহর মালয়েশিয়ার
জাতীয় মসজিদ নিগারায় তার প্রথম
নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

Comments