গ্লাভস ছেড়ে ম্যাডোনার সাথে গিটার ধরলেন টাইসন



মাইক টাইসন জগত বিখ্যাত দু’হাতের ঘুষির জোরে ।বক্সিংয়ের দুনিয়ায় তিনি জীবন্ত কিংবদন্তি ।তবে এবার তিনি অন্য ভূমিকায় ।পপ সম্রাজ্ঞী ম্যাডোনার আসন্ন মিউজিক অ্যালবাম ‘আইকণিক’-এর জন্য গলা চিরে গান গেয়েছেন টাইসন ।
এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন ‘গান গাওয়ার প্রেরণা তিনি পেয়েছেন ইতালির একনায়কতন্ত্রের প্রতিষ্ঠাতা বেণিতো মুসোলিনির থেকে ।এই প্রসঙ্গে তিনি জানান, ‘যদিও আমি ইতালিয়ান নই কিন্তু মন্ত্র মুগ্ধের মতো টিভিতে মুসোলিনিকে দেখি ।এমন জাদু ব্যক্তিত্ব মুসোলিনির ছিলেন বলে হিলটার পর্যন্ত মুসোলিনিতে আসক্ত হয়েছিলেন ।যদিও ইতিহাস বলে মুসোলিনি একজন ফ্যাসিস্ট এবং তাঁর কাজ কর্মেও ঘৃণ্য ।তবুও তিনিই আমার গানের প্রেরণা’ ।
অন্য দিকে রেকর্ডিংয়ের স্মৃতিতে এই মুষ্টি যোদ্ধা বলেন, ‘যেভাবে প্রথম টেকেই সাফল্য এলো তাতে আমি সঙ্গীতের জগতেও নিজের কেরিয়ার গড়ার কথা ভাবতে পারতাম ।আনেকেই স্টুডিওতে ঢুকে ঘাবড়ে যান কিন্তু আমার সেরকম কিছু হয়নি’ ।

Comments