অলিম্পিকের সোনা হারাতে পারে জারিপোভা

ডোপ টেস্টে ধরা পড়ে আড়াই বছরের জন্য
নির্বাসিত হলেন রাশিয়ার স্টিপলচেজার
ইউলিয়া জারিপোভা ৷ রাশিয়ার
অ্যান্টি ডোপং এজেন্সি RUSADA তরফ
থেকে শুক্রবার এমনটাই জানানো হয়েছে ৷ ২৮
বছরের জারিপোভার পরীক্ষার পর
ধরা পড়ে যে তিনি ২০১১ সালের ২০ অগস্ট
থেকে ২০১২ সালের ৩ সেপ্টেম্বর পর্যন্ত
সময়টায় ডোপ করেছেন ৷
২০১২ লন্ডন অলিম্পিকে মহিলাদের ৩০০০
মিটার
স্টিপলচেজে জারিপোভা সোনা জিতেছিলে
৷ এছাড়া ২০১১ সালে দক্ষিণ
কোরিয়াতে বিশ্ব চ্যাম্পিয়নশিপও
জিতেছিলেন তিনি ৷ ২০১৩ মস্কো বিশ্ব
চ্যাম্পিয়নশিপে চোটের জন্য অংশগ্রহণ
করতে পারেননি ৷ তারপর থেকেই কোনও
প্রতিযোগিতাতেই
নেমে উঠতে পারেননি জারিপোভা ৷ এবার
ডোপ টেস্টে ধরা পড়ায় তাঁর অলিম্পিক পদকও
কেড়ে নেওয়া হতে পারে বলে ইঙ্গিত
পাওয়া গিয়েছে ৷

Comments