পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ

মানুষের বৃহৎ সৃষ্টির অভাব নেই। পৃথিবীর
যেকোনো প্রান্তে কিছু না কিছু প্রতিদিন
সৃষ্টি হচ্ছেই। বড় বা ছোট যাই হোক না কেন।
এবার টাইটানিক জাহাজটি থেকে অনুপ্রাণিত
হয়েই পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ
তৈরি করা হয়েছে। শুনতে অবাকলাগলেও এটাই
সত্যি। টাইটানিক আমরা সবাই দেখেছি কিন্তু
এবার দেখবো টাইটানিকের মতই একটি বড়
যাত্রীবাহী জাহাজ। যার নাম “ফ্রিডম অফ
দ্যা সি”। আর এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়
যাত্রীবাহী জাহাজের মধ্যে একটি।
জানা যায়, বিলাসবহুল এই জাহাজ নির্মাণের
নির্মাতা প্রতিষ্ঠানটি হল রয়েল ক্যারিবিয়ান
ইন্টারন্যাশনাল। এর মালিকানাধীন “ফ্রিডম অফ
দ্যা সি” হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়
যাত্রীবাহী জাহাজ গুলোর মধ্যে একটি। প্রায়
৫০০ মিলিয়ন পাউন্ডে তৈরি এই
জাহাজটি ৩,৬৩৪ জন যাত্রী আর ১,৩৬০ জন ক্রু
নিয়ে সমুদ্র বক্ষে চলাচল করতে সক্ষম।
১,১১১.৯ফুট বা ৩৩৮.৯১ মিটার দীর্ঘ এই
জাহাজে ১৫টি প্যাসেঞ্জার ডেকসহ এর মোট
ডেক হচ্ছে ১৮টি। ওয়াইফাই ইন্টারনেট সুবিধাসহ
এতে রয়েছে ৩টি সুইমিংপুল, একটি ওয়াটার
পার্ক, বার, ক্যাসিনো, রেস্টুরেন্ট, আইসক্রিম
কর্নার, বাস্কেটবল কোর্ট, মিনি গলফ কোর্স
ইত্যাদি।

Comments