কমদামি ফোনের জন্য ফেসবুকের লাইট ভার্সন

কমদামি ফোনের জন্য ফেসবুকের লাইট ভার্সন

মাত্র ২৫২ কেবি-র নতুন ফেসবুক অ্যাপ বাজারে এল । ফেসবুকের নতুন এই অ্যাপটির নাম Facebook-lite ৷ ২৫২ কেবি সাইজের নতুন এই অ্যাপটি অপেক্ষাকৃত কম দামি অ্যান্ড্রয়েড স্মার্টফোন গুলির কথা মাথায় রেখে আনা হয়েছে ৷ ফেসুকের তরফে জানানো হয়েছে, নতুন এই অ্যাপটি ২জি ইন্টারনেট স্পিডেও দ্রুত কাজ করবে ৷
এছাড়া নতুন এই ফেসবুক অ্যাপে আছে ফেসবুক ম্যাসেজিং ফিচার ৷ নতুন এই অ্যাপে খুব কম ডেটা খরচ করে ইন্টারনেট করা যাবে বলে জানা গেছে ৷ ব্যবহার করা যাবে ফোনের ক্যামেরাও । নতুন এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাবে ৷ তবে নতুন এই অ্যাপটি আপাতত বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম সহ কয়েকটি দেশের স্মার্টফোন ব্যবহারকারীরা প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন ।


Comments