স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান
খান কামাল বলেছেন, বিদ্যুতের সংযোগ দেয়
ডেসকো, নিশ্চয় তাদের কাছে কোনো কারণ
আছে, আমার এখানে কিছু বলার নেই।’
শনিবার
রাজধানীতে একটি অনুষ্ঠানে মন্ত্রী এ
কথা বলেন।
এসএসসি পরীক্ষার সময় সর্বোচ্চ
নিরাপত্তা দিবে সরকার
বলে জানিয়ে মন্ত্রী বলেন,
‘এসএসসি পরীক্ষা এটা বন্ধ হোক এটা কেউ
চায় না। এখানে ১৫ লাখ ছেলেমেয়ের
ভবিষ্যত এবং এই পরীক্ষাটাই তাদের
বাকি জীবনের টার্নিং পয়েন্ট
হয়ে দাড়াবে। তারা কি পড়বে এই ফলাফলের
ওপর নির্ভর করে। এখানে বাধাপ্রাপ্ত হোক
কেউ তা চায় না, আমরাও চাই না। এই
জায়গায় আমরা যেকোনো মূল্যো তা প্রতিহত
করবো।’
অবরোধ-হরতাল নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু
নেই উল্লেখ করে তিনি বলেন, ২০ দলের
কর্মসূচি জনগণ সমর্থন করে না, শিক্ষা ও
ধর্মের বিরুদ্ধে কারো রাজনীতি করার
অধিকার নেই।
Comments
Post a Comment