প্রত্যাশামতোই অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম
রাউন্ডের ম্যাচ জিততে বিশেষ সমস্যা হল
না শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসের৷
বিশ্বের ১০৬ নম্বর অ্যালিসন ভ্যান
উৎভাঙ্কের বিরুদ্ধে ৬-০, ৬-৪ সেটে ম্যাচ
জেতেন তিনি৷
প্রথম সেটে একপেশেভাবে জেতার পর
দ্বিতীয় সেটে তবুও কিছুটা লড়াই করেন
উৎভাঙ্ক৷প্রথম সেট মাত্র ২১ মিনিটে শেষ
করেন সেরেনা৷ এখানে উল্লেখযোগ্য বিষয় হল
প্রথম গেম জিততে আমেরিকান তারকার সময়
লাগে মাত্র এক মিনিট৷
Comments
Post a Comment