অবিশ্বাস্য হলেও সত্যি । দক্ষিণ মেরু
থেকে উদ্ধার হল ১০০ বছর আগের একগুচ্ছ
নেগেটিভ । একটি চামড়ার ব্যাগের
মধ্যে এগুলি পাওয়া গিয়েছে ।
সেগুলিকে ডেভলপ
করে উঠে এসেছে ঐতিহাসিক সব ছবি । এই
নেগেটিভ যাঁরা পেয়েছেন তাঁদের অনুমান,
সেকেলটন যখন মেরু অভিযানে গিয়েছিলেন,
সেই সময়ই এই ছবিগুলি তোলা হয় ।
কিন্তু অভিযানের সময় প্রচণ্ড ঝঞ্ঝায়
আটকে পড়েন সেকেলটন ও তাঁর সঙ্গীরা ।
পরে তাঁদের উদ্ধার করা হয় বটে, কিন্তু তার
মধ্যেই সেই দলের তিনজন প্রচণ্ড ঠান্ডায়
জমে গিয়ে মারা যান । ১৯১৫-১৬ সালের
মধ্যে তোলা সেই ছবিগুলিই পাওয়া যায়
নেগেটিভগুলোতে হল ।
Comments
Post a Comment