রূপ-লাবণ্য বাড়ানোর পাশাপাশি তারুণ্য
ধরে রাখতে কে না চায়। এমন কিছু কাজ
আছে যা করলে আপনাকে শুধু সুন্দরই দেখাবে না,
বয়সও অনেক কম লাগবে। বয়স বাড়ার
সাথে সাথে চেহারার পরিবর্তন কোনোমতেই
আটকানো যায় না। তবে নিয়ম মেনে মেকআপ
করলে কিন্তু ঠিকই তারুণ্য ধরে রাখা সম্ভব।
জেনে নিন তারুণ্য ধরে রাখার কিছু মেকআপ টিপস:
ফাউন্ডেশন ব্যবহার করুন
শুধু ফাউন্ডেশন ব্যবহার করলেই না।
এটি যাতে ত্বকে ভালোভাবে মিশে যায় সেদিকেও
নজর দেওয়া জরুরী। এতে ত্বক শুধু মসৃণই দেখাবে না;
একইসাথে নিজেকে সুন্দরও লাগবে।
কালো দাগ ঢেকে ফেলুন
মুখে কালো দাগ থাকলে সেক্ষেত্রে কনসেলার (এক
ধরনের কসমেটিক) ব্যবহার করতে পারেন। কারণ
এটি সহজেই কালো দাগ
ঢেকে ফেলে মুখে একটা ন্যাচারাল লুক নিয়ে আসে।
এতে সুন্দর দেখার পাশাপাশি বয়সও অনেক কম
মনে হয়।
পাউডার ব্যবহার করুন
ভালো ফল পেতে উন্নতমানের পাউডার ব্যবহার
করতে পারেন। এতে ত্বকের তৈলাক্ত ভাব
কমে আসে এবং ত্বক অনেক উজ্জ্বল দেখায়।
চাইলে একটি ট্রান্সসুলেন্ট পাউডার ব্যবহার
করতে পারেন। বয়সের ছাপ দূর করতে কিন্তু
ভালো কাজ করে এই পাউডার।
চোখ দিকেও নজর দিন
একজন মানুষের পূর্ণ অভিব্যক্তি প্রকাশ পায় তার
চোখেই। কাজেই চোখ
সাজানো এড়িয়ে গেলে চলবে না। চোখ
সাজাতে মাশকারা, আইলাইনারের মতো অনেক
জিনিসই ব্যবহার করতে পারেন।
ঠোঁট সাজাতে ভুলবেন না
শুধু মুখ আর চোখ সাজালেই হবে না, নজর
দিতে হবে কিন্তু ঠোঁটের দিকেও। তারুণ্য
ধরে রাখতে গাঢ় রঙ্গের অথবা উজ্জ্বল কালারের
লিপিস্টিক ব্যবহার থেকে দূরে থাকুন। কারণ এসব
কালারে বয়স আরও বেশি মনে হয়।
এক্ষেত্রে লিপগ্লোজ ব্যবহার করা বেশি ভালো।
ভারসাম্য জরুরী
শুধু সাজের বেলায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই
ভারসাম্য বজায় রাখা জরুরী। কাজেই মেকআপ
করলেই শুধু হবে না, তা যাতে সুন্দরভাবে মুখের
সাথে মিশে থাকে তাও খেয়াল রাখা জরুরী।
তাতে নিজেকে আরও বেশি তরুণ মনে হবে।
তথ্যসূত্র: ওয়েলনেসবিন
Comments
Post a Comment