জেনিফার লরেন্স নিয়ে আসছেন নতুন টাইটানিক




বিশ্বের সাড়া জাগানো ছবি টাইটানিককে এখনও অনেক চলচিত্র বোদ্ধাগণ সর্বকালের সেরা ছবির খেতাব দিয়ে থাকেন।
আর এ টাইটানিক পরিচালক জেমস ক্যামেরন নিয়ে আসছেন তাঁর নতুন ঝলক। ক্যামেরন মানেই মেগা বাজেটের ছবি এবং অবশ্যই বিশেষ কিছু।
আর বরাবরের মতই এবারও তাঁর ছবি নিয়ে রয়েছে সকলের ব্যপক আগ্রহ। জেনে খুশী হবেন যে ক্যামেরন তাঁর পরবর্তী ছবি দি ডাইভ এর প্রধান চরিত্র হিসেবে বেছে নিয়েছেন জেনিফার লরেন্সকে।
ছবির কাহিনী জল ও প্রেমের সাথে সম্পর্কিত বলেই অনেকে ইতমধ্যে একে নতুন টাইটানিক খেতাবে ভূষিত করেছে।তবে 'দি ডাইভ' মুলত নির্মিত হচ্ছে ফ্রিড্রাইভার ফ্রান্সিসকো পিপিন ফেরারাস ও তার স্ত্রী অডরে মেস্ট্রের জীবনীকে কেন্দ্র করে, যিনিপৃথিবীর ৫৫৭.৭ ফুট নিচে ডাইভিং করতে গিয়ে মারা যান। আর স্ত্রীর সে স্বপ্ন  সত্যি করতে জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজ করে দেখান তাঁর স্বামী ফ্রান্সিসকো।
আর সে দুঃসাহসিক মেস্ট্রের ভূমিকায় অভিনয় করবেন লরেন্স। সিনেমার কাজ এ বছর এপ্রিলে শুরু হবে।

Comments